২০২৫ সালের উপবৃত্তির টাকা কবে প্রদান করবে ?

২০২৫ সালের উপবৃত্তির টাকা কবে প্রদান করা হবে এবং কে কত টাকা পাবে তা নিয়ে অনেক শিক্ষার্থী আমাদের কাছে জানতে চায় কে।

আমরা জানাবো উপবৃত্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। যা সকল শিক্ষার্থীদের জানা উচিত। শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিভিন্ন উপবৃত্তি টাকা প্রদান করছেন।

প্রথমত বকেয়া উপবৃত্তির টাকা প্রদান করার কথা বলা হয়েছে অর্থাৎ গত বছরের যে সকল টাকা প্রদান করা হয়নি সেই টাকা চলতি বছরের শুরুতে প্রদান করা হবে।

আরও পড়ুনঃ ৬ টি উপবৃত্তি অনুদান আবেদন চলছে – আবেদন করুন

ইতিমধ্যে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা প্রদান করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে

এবং সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তি এক লক্ষ 60 হাজার শিক্ষার্থীর মাঝে ও সংখ্যালঘু উপবৃত্তি বাবদ ২০ হাজার শিক্ষার্থীর মাঝে

উপবৃত্তি প্রদান করা হবে ১৯০ কোটি টাকা। খুব শীঘ্রই শিক্ষার্থীরা তাদের এই উপবৃত্তি মোবাইল ফোনে অথবা ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন।

এরপরে আরো প্রায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদেরকে ২০২৫ সালের উপবৃত্তির টাকা প্রদান করবেন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 4 লাখের বেশি শিক্ষার্থীর বিভিন্নভাবে উপবৃত্তি পাবে।

আরও পড়ুনঃ মাদ্রাসা ও কারিগরি আর্থিক অনুদান আবেদন ২০২৫

খুব শীঘ্রই তাদের ২০২৫ সালের উপবৃত্তির টাকা উপাদান করা হবে। তবে প্রথমে গত বছরের বকেয়া প্রদান করা হবে ব্যাপারে গুরুত্ব আরোপ করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলেন চলতি বছরের শুরুতেই টাকা প্রদান করা হবে বিগত বছরগুলোতে বকেয়া ছিল।

এ ছাড়া চলতি বছরে যারা আবেদন করেছে তাদের যাচাই-বাছাই করে রেজাল্ট প্রকাশ করে টাকা প্রদান করতে জুন জুলাই মাস পর্যন্ত লেগে যাবে।

আমরা চেষ্টা করছি দ্রুত এ কার্যক্রম সম্পাদন করার। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কাজ করছে।

কারণ সবচেয়ে বেশি ভর্তির সহায়তা চিকিৎসা অবদান সমন্বিত উপবৃত্তি কার্যক্রম সম্পাদন করে থাকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ ৬ লাখ শিক্ষার্থী উপবৃত্তি পাবে চলতি বছর

Leave a Reply