আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ২০২৫ পরীক্ষা। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার সকল প্রস্তুতি নিয়েছে ১৯ লাখ শিক্ষার্থীর।
গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় অনেক ভুল-ভ্রান্তি শিক্ষার্থীরা করে থাকে। আজকে আমরা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ চাকরির নির্দেশনা সম্পর্কে জানাবো।
আরও পড়ুনঃ
- এসএসসি OMR Sheet PDF – পুরন করার নিয়ম
- এসএসসি পরীক্ষা ২০২৫ গার্ড কেমন হবে ?
- যে কারনে এসএসসি পরীক্ষায় ফেল করে অনেক শিক্ষার্থী
পরীক্ষায় ভালো ফলাফল করতে শুধুমাত্র প্রস্তুতি দরকার নয়, তার পাশাপাশি পরিবেশ এবং বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
একজন পরীক্ষার্থীর নিচের সকল পয়েন্টগুলো খুব মনোযোগ সহকারে শিক্ষার্থীকে জেনে নিতে হবে এবং তা কার্যকর করতে হবে।
পরীক্ষার নিয়ম কানুন সম্পর্কে জানা এবং মানাঃ
অনেক শিক্ষার্থী পরীক্ষা নিয়ম কানুন সম্পর্কে জানার পরেও মানছে না। পরবর্তীতে তারা বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে।
এসএসসি ২০২৫ পরীক্ষা সকল নিয়ম কানুন সম্পর্কে জানতে হবে এবং সেগুলো মেনে নিতে হবে। মনে রাখবা এই নিয়ম কানুন যদি তুমি না মানো তাহলে তুমি বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছ।
পরীক্ষার শুরু হওয়ার আগে পরীক্ষা চলাকালীন সময়ে এবং পরীক্ষার পরবর্তীতে এই নিয়ম কানুন গুলো তোমাদের মানতে হবে।
সকল আপডেট পেতে আমাদের WhatApps Channel এ যুক্ত হতে পারেন – | জয়েন লিংক |
আত্মবিশ্বাসী হও – হতাশা দূর করঃ
শেষ সময়ে এসে অনেক শিক্ষার্থী আত্মবিশ্বাসের কমতে দেখা যায়। যার কারণে প্রথম দিকের পরীক্ষাগুলোতে শিক্ষার্থী রেজাল্ট খারাপ করতে পারে।
বিশেষ করে বাংলা প্রথম পরীক্ষায় অনেক শিক্ষার্থী আত্মবিশ্বাসের কমতি কারণে রেজাল্ট খারাপ করে মনে রাখতে হবে।
অন্যের সঙ্গে নিজের তুলনা না করে নিজের মত করে সুন্দরভাবে পরীক্ষা দাও। যতটুকু প্রস্তুতি নিয়েছো ততটুকু উপরে বিশ্বাস রাখো এবং পরীক্ষায় অংশগ্রহণ করো।
মনোযোগী হও – ডিজিটাল ডিভাইস আসক্তি কমাওঃ
শিক্ষার্থীরা অনেকেই মনোযোগের সমস্যার মধ্যে ভুগছো। বেশিক্ষণ ধরে মনোযোগ ধরে রাখতে পারছে না।
পড়া বেশিক্ষণ মনে থাকছে না, বেশিক্ষণ পড়তে ইচ্ছা করছে না। যেহেতু দীর্ঘ সময় ধরে পড়তে হচ্ছে তাই ডিজিটাল ডিভাইসের আসক্তি কমিয়ে দাও।
মোবাইল ফোন ফেসবুক ইউটিউব কম ব্যবহার কর। দিনের নির্দিষ্ট কয়েক কিছু সময় গুলো পড়াশোনার দিকে ব্যবহার করো।
বাকি সময় পড়াশোনার দিকে মনোযোগী হও এবং নিজের উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সেটা পূরণ করো।
ঘুম খাবার ও যাতায়াত সতর্কতাঃ
একজন শিক্ষার্থীর মিনিমাম ৬ থেকে ৮ ঘন্টা ঘুমানো উচিত। তোমার ক্ষেত্রে তা যেন হয় সেটা খেয়াল রাখবে।
বিশেষ করে পরীক্ষার আগের রাতগুলোতে কম জাগবে এবং দ্রুত ঘুমানোর চেষ্টা করবে।
খাবারের ক্ষেত্রে যে সকল খাবার তোমার জন্য ক্ষতিকর সেগুলো থেকে এড়িয়ে যাও। ভারী খাবার না খাও, স্বাস্থ্যকর খাবার খাও।
যা তোমাকে সুস্থ রাখবে পরীক্ষা দীর্ঘ। এক মাসের বেশি সময় ধরে চলবে, তাই এই সময় অসুস্থ হলে তোমার পরীক্ষার খারাপ হতে পারে।
যাতায়াত সতর্কতার ব্যাপারে বিশেষভাবে নজর দিবে, পরীক্ষা কেন্দ্রে যাওয়া এবং আসার সময় কোন প্রকার ভুল করা যাবে না।
তাড়াহুড়া করা যাবে না, হাতের সময় নিয়ে বের হবে। একটু দেরি হলেও সঠিক যানবাহন ব্যবহার করে কাঙ্খিত গন্তব্যে পৌঁছাব।

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.
Thanks sir
Ata onek balo je amora exam niom mene cholbo… thankful for your patience