Shovon Study

Education News Website

এইচএসসি ২০২৪ অটোপাশ নিয়ে বোর্ড চেয়ারম্যান যা বললেন

উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি ২০২৪ পরীক্ষা বাতিল করে এসএসসি রেজাল্ট এর মাধ্যমে সাবজেক্ট মাপিং করে রেজাল্ট প্রকাশ করার দাবিতে আজকে মানববন্ধন হয়েছে।

শিক্ষার্থীরা তাদের স্মারকলিপি শিক্ষা বোর্ডের কাছে জমা দিয়েছে। ইতিমধ্যে অনেকগুলো বোর্ড তাদের কাছ থেকে

স্মারকলিপি সংগ্রহ করেছে এবং সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠাবে বলে আশ্বস্ত করেছে। স্মারকলিপি গ্রহণ করার

সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এইচএসসি ২০২৪ পরীক্ষার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানায়।

এর আগে শিক্ষার্থীরা তাদের মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষা বোর্ডের কাছে স্মারকলিপি নিয়ে যায়, যেখানে বরিশাল

বোর্ডের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিক গ্রহণ করেন। এছাড়াও কুমিল্লা বোর্ডের

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুল করিম শিক্ষার্থীদের কাছ থেকে স্মারকলিপি সংগ্রহ করেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউল আলম শিক্ষার্থীদের কাছ থেকে স্মারকলিপি জমা নিন।

সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্মারকলিপি জমা নেওয়ার আগে শিক্ষার্থীদের সাথে আলাপ করেন তখন তারা

জানান আমাদের হাতে কোন কিছুই নেই। আমরা তোমাদের কাছ থেকে স্মারকলিপে জমা নিয়ে তার শিক্ষা মন্ত্রণালয় কে পাঠাবো।

শিক্ষা মন্ত্রণালয় জেনো তোমাদের সাথে সঠিক বিচার করে এবং তোমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহন করে।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরো বলেন তোমরা আমাদের সন্তান সমতল্য, তোমাদের সাথে অন্যায় হোক সেটা আমরা চাই না।

আমরা চেষ্টা করব, তোমাদের পক্ষ হয়ে কথা বলার এবং তোমাদের যেন অটো পাস অর্থাৎ সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট প্রকাশ করা হয়।

সে বিষয়ে আমরা তাদেরকে জানাবো, তবে এখানে সম্পূর্ণ সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের। আমরা শুধুমাত্র বোর্ডের প্রতিনিধি বোর্ড

ভিত্তিক আমাদেরকে যে নির্দেশনা দেয় মন্ত্রণালয় সেগুলো আমরা করি, আমরা সরাসরি তাদেরকে কোনভাবে সিদ্ধান্ত জানাতে পারি না।

এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধান শিক্ষা উপদেষ্টা ওহায়িদ উদ্দিন মাহমুদ এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং তোমাদেরকে জানাবেন।

বিভিন্ন বোর্ডের শিক্ষার্থীরা ইতিমধ্যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দিয়ে, তাদের মানববন্ধন কর্মসূচি শেষ করেন।

তবে আরও বিভিন্ন জায়গায় এখনো মানববন্ধন চলছে, বিশেষ করে ঢাকা এবং ময়মনসিংহ বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে।

শিক্ষার্থীদের দাবি হচ্ছে তাদের এইচএসসি ২০২৪ স্থগিত অর্থাৎ বাতিল করা হোক এবং যে সকল পরীক্ষা রয়েছে

সেই পরীক্ষার নম্বর এসএসসির মাধ্যমে নেয়া হোক এবং মূল্যায়ন করে রেজাল্ট খুব দ্রুত প্রকাশ করা হোক।

কারণ হিসেবে শিক্ষার্থীরা বলছে আমরা পরীক্ষার পরিবেশ এই মুহূর্তে নেই। আমাদের অনেক বন্ধু-বান্ধব হসপিটালে ভর্তি এখনো অনেকে অসুস্থ।

এই অবস্থায় তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, তাছাড়া শিক্ষা মন্ত্রণালয় অনেক দ্রুত পরীক্ষা নিচ্ছে।

এই অল্প সময় মধ্যে আমরা পরীক্ষা প্রস্তুতি নিতে পারছি না। তাই এত সময় দেরি না করে আমাদের সরাসরি রেজাল্ট প্রকাশ করা হোক।

Leave a Reply