Apply for student freelancing training

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সরকারি সহায়তায় freelancing training কোর্স চালু করা হয়েছে। যার আবেদনের শেষ সময় আজ।

শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। যুব উন্নয়নের লক্ষ্যে এই কর্মসূচি চালু করেছে সরকার।

যেখানে শিক্ষার্থীরা প্রতিদিন দৈনিক ২০০ টাকা করে ভাতা পাবে, পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে এখানে নির্বাচন করা হবে।

যে সকল শিক্ষার্থী আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন অপশনে ক্লিক করে আবেদন করতে পারবে। লিংক নিচে তুলে ধরা হলো।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদেরকে শিক্ষিত কর্ম প্রত্যাশী করার লক্ষ্যে ফ্রিল্যান্সিং

প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্পে আটটি বিভাগের ১৬ টি জেলায় আবেদন করার সুযোগ প্রদান করেছে।

বর্তমানে 16 টি জেলা আবেদন কার্যক্রম চললেও পরবর্তীতে আরো বিভিন্ন জেলা যুক্ত করা হবে freelancing training এর সাথে।

freelancing training বিস্তারিত সকল তথ্য

এখানে শিক্ষার্থীর আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। তবে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে

চূড়ান্ত শিক্ষার্থী নির্বাচন করবে তারা এবং সম্পূর্ণ ৯০ দিনের এই কোর্সে শিক্ষার্থীরা প্রতিদিন ২০০ টাকা করে পাবে।

তাই অবশ্যই অনলাইনে আবেদন করা উচিত আবেদন করার পরবর্তীতে তারাই লিখিত পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে জানাবে।

  1. আবেদনের শেষ সময় – ১৮ সেপ্টেম্বর
  2. লিখিত পরীক্ষা শুরু – ২২ সেপ্টেম্বর
  3. মৌখিক পরীক্ষা ২৪ সেপ্টেম্বর
  4. চূড়ান্ত ফলাফল প্রকাশ ২৬ সেপ্টেম্বর

যে সকল জেলা এখানে আবেদন করার সুযোগ পাবে তা হলঃ

  1. ঢাকা
  2. গোপালগঞ্জ
  3. গাজীপুর
  4. শরীয়তপুর
  5. মাদারীপুর
  6. রাজবাড়ী
  7. কুমিল্লা
  8. চাঁদপুর
  9. রাজশাহী
  10. নড়াইল
  11. ঠাকুরগাঁও
  12. ভোলা
  13. সিলেট
  14. শেরপুর
  15. সুনামগঞ্জ

আবেদন করার লিংক– ওয়েবসাইট অনেক সময় তাদের সমস্যার কারণে বন্ধ থাকে। এক্ষেত্রে অপেক্ষা করে চেষ্টা করতে হবে

আবেদন করার নিয়ম

1 thought on “Apply for student freelancing training”

Leave a Reply