সরকারি আর্থিক অনুদান আবেদন বর্তমানে চলছে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। আজকে আমরা ঠিক কোন ধরনের আবেদন করার যাবতীয় সকল তথ্য তুলে ধরছি।
যাতে করে শিক্ষার্থীরা আর্থিক আবেদন করে সহায়তা পেতে পারে। বর্তমানে অনলাইনে আর্থিক অনুদানের আবেদন কার্যক্রম পরিচালনা করা হবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত.
আরও পড়ুনঃ ২ টি আর্থিক অনুদান আবেদন চলছে | ৮-৫০ হাজার টাকা পাবে
ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত সকল শিক্ষার্থী এখানে আবেদন করার সুযোগ পাচ্ছে ।এছাড়া আবেদন চলছে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান আবেদন।
এখানে আবেদনের টাকার পরিমান নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে বিষয়গুলো জানিয়েছে তা নিজে তুলে ধরা হলো।
- ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ৮ হাজার টাকা
- একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের ৯ হাজার টাকা
- স্নাতক পর্যায়ে ১০ হাজার টাকা
- শিক্ষা প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা
- শিক্ষকদেরকে ৩০ হাজার টাকা প্রদান করা হবে
আর্থিক অনুদান আবেদন করার নিয়ম
আবেদন করার জন্য শিক্ষার্থীর বেশি কিছু দরকার হবে না, তার কাছে সকল তথ্য রয়েছে ও শুধুমাত্র প্রত্যয়ন
পত্র নামে একটি ডকুমেন্ট স্কুলের কাছ থেকে অথবা কলেজ বা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিকট থেকে সংগ্রহ করতে হবে।
সে প্রত্যয়ন পত্র সংগ্রহ করে শিক্ষার্থী আবেদন করার জন্য যোগ্য হবে। আবেদন করার নিয়ম গুলো আমরা নিচে তুলে ধরছি।

আবেদন করার প্রথম ধাপ
আবেদন করার সঠিক ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীকে আগেই নিবন্ধন করে নিতে হবে। মোবাইল নাম্বার জন্ম নিবন্ধন ও যাবতীয় সকল
তথ্য দিয়ে শিক্ষার্থী নিবন্ধন করবে, তারপর সুযোগ পাবে লগইন করার। লগইন করার পরে তাকে আবেদন করার মূল কাজ করতে হবে।
আবেদন করার দ্বিতীয় ধাপ
দ্বিতীয় ধাপে শিক্ষার্থীকে তার সকল তথ্য সুন্দর ভাবে লিখতে হবে। আমরা নিচে তুলে ধরছি কিন্তু তথ্য লিখতে হবে।
- প্রাপক অফিস
- শিক্ষার্থীর নাম ইংরেজি এবং বাংলায়
- শিক্ষার্থী শ্রেণী
- শিক্ষার্থী জন্ম নিবন্ধন নাম্বার
- শিক্ষার্থী জন্ম তারিখ
- পিতার নাম
- পিতার পেশা
- পিতা জাতীয় পরিচয় পত্র নাম্বার
- মাতার নাম
- মাতার পেশা
- মাতা জাতীয় পরিচয় পত্র নাম্বার
- অভিভাবকের নাম
- অভিভাবকের জাতীয় পরিচয় পত্র নাম্বার
- মাসিক পারিবারিক আয়
- শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ
- শিক্ষা প্রতিষ্ঠানের জেলা
- শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা
- শিক্ষা প্রতিষ্ঠানের নাম
- শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নাম্বার
- প্রতিষ্ঠানের স্তর
- পরিবারের মোট সদস্য সংখ্যা
- ইমেইল
- শারীরিক ও মানসিক অক্ষমতা
- অন্যান্য বৃত্তি
- অনগ্রসর এলাকা
- আবেদনের কারণ
- আবেদনের যৌক্তিকতা
- শিক্ষার্থীর বর্তমান ঠিকানা
- শিক্ষার্থীর নিজ বিভাগ
- শিক্ষার্থীর উপজেলা
- মোবাইল নাম্বার যেখানে নগদ একাউন্ট খোলা থাকবে
সংযুক্তি
- প্রতিষ্ঠান প্রধান অথবা বিভাগীয় প্রধানের প্রত্যয়ন পত্র এক মেগাবাইট এর মধ্যে ছবি তুলতে হবে এবং আপলোড করতে হবে
- অন্যান বৃত্তি এবং শারীরিক অক্ষমতার সার্টিফিকেট দেখাতে বলে তা ১ এমবির মধ্যে আপলোড করতে হবে।
Apply Link – https://www.mygov.bd/services/info?id=BDGS-1611115830

আবেদনের শেষ ধাপ
উপরের সকল তথ্য সঠিকভাবে দিবে এবং তথ্যগুলো বারবার ভালোভাবে চেক করে নিতে হবে যেন কোন প্রকার
ভুল তথ্য না আসে। এরপরে সবার শেষে আবেদনটি দপ্তরে দাখিল করে আবেদন করতে পারবে। আবেদন করার
শেষে শিক্ষার্থীকে একটি ট্রাকিং নাম্বার দেয়া হবে, যেটি দিয়ে শিক্ষার্থী পরবর্তীতে তার আবেদন সম্পর্কে তথ্য জানতে পারবে।
উপসংহারঃ
আর্থিক অনুদান আবেদন করতে কোন টাকা লাগেনা, তাই অবশ্যই পরামর্শ থাকবে আবেদন করার। কারণ গত বছরে কয়েক হাজার শিক্ষার্থী এখান থেকে টাকা পেয়েছে।
তাই যারা টাকার দরকার তারা অবশ্যই আবেদন করো এবং আবেদনের নিয়ম গুলো সঠিকভাবে অনুসরণ কর।
Post tag:
- আর্থিক অনুদান আবেদন করার নিয়ম
- সরকারি আর্থিক অনুদান আবেদন করার নিয়ম
- ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান আবেদন করার নিয়ম
- শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন করার নিয়ম ২০২৫
- আর্থিক অনুদানের আবেদন ২০২৫
- ছাত্রছাত্রীদের সরকারি আর্থিক অনুদানের আবেদন নিয়ম
Shovon Study সকল আপডেট পেতে Whatsapp Channel ফলো করুন

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.