কলেজ ভর্তি ২০২৫ কবে শুরু হবে ? যা বলল শিক্ষাবোর্ড

এসএসসি পরীক্ষা শেষ করেছে সকল শিক্ষা বোর্ড। এখন এসএসসি ফলাফল প্রকাশ করার পালা। এরপরই শুরু হবে একাদশ শ্রেণির কলেজ ভর্তি ২০২৫ ।

কবে এই কলেজ ভর্তি কার্যক্রম শুরু করবে শিক্ষা মন্ত্রণালয় সে সম্পর্কে অনেক শিক্ষার্থী আমাদের কাছে জানতে চাচ্ছিল।

আরও পড়ুনঃ আন্দোলনে যাচ্ছে এসএসসি ২০২৫ শিক্ষার্থীরা: কিন্তু কেন ?

আজকে আমরা জানাচ্ছি কলেজ ভর্তি কার্যক্রম তারা কবে শুরু করতে চায়। কলেজ ভর্তির সম্পূর্ণ বিষয়টি নির্ভর করে রেজাল্ট প্রকাশ করার ওপারে।

যত দ্রুত রেজাল্ট প্রকাশ করা হবে তারপরে কলেজ ভর্তি কার্যক্রম শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যে দায়িত্ব একাধিক কর্মকর্তা জানিয়েছে কলেজ ভর্তি প্রসঙ্গে।

এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ হচ্ছে জুলাই মাসে প্রথম দিকে। নিয়ম রয়েছে ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।

আরও পড়ুনঃ SSC Result 2025 Published Date – কবে রেজাল্ট দিবে ?

আমরা চেষ্টা করব সেই নিয়ম অনুযায়ী ফলাফল প্রকাশ করার। এক্ষেত্রে ফলাফল প্রকাশ করার কয়েক দিনের মধ্যে

কলেজ ভর্তি কার্যক্রম শুরু করবে। কলেজ কর্তৃপক্ষ শুন্য আসনের বিপরীতে কলেজগুলো তাদের অনলাইন আবেদন

কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে এরপরে কলেজ ভর্তি সুযোগ পাবে।

কিভাবে কলেজ ভর্তি ২০২৫ হওয়া যাবে ?

মূলত শিক্ষার্থীরা তাদের এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে কলেজ ভর্তি সুযোগ পাবে। অনলাইনে মাধ্যমে ৫ থেকে ১০টি কলেজে

আবেদন করার সুযোগ পাবে। যেখান থেকে শিক্ষার্থীদের কে একটি কলেজ বাছাই করে নিবে তার রেজাল্টের উপর নির্ভর করে

এবং পরবর্তী শিক্ষার্থী সেই কলেজে গিয়ে ভর্তি হবে অর্থাৎ এখানে সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।

কবে কলেজ ভর্তি ২০২৫ শুরু হবে ?

শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব কর্মকর্তারা জানিয়েছে রেজাল্ট যদি জুলাই মাসে প্রথম সপ্তাহের দিকে দেয় তাহলে আমরা চেষ্টা করব

জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্ট মাসের শুরুর দিকে কলেজ ভর্তির কার্যক্রম শুরু করে দেওয়ার।

এক্ষেত্রে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করে কলেজ ভর্তি হতে পারবে। আপাতত এসএসসি রেজাল্টের

জন্য অপেক্ষা করছে শিক্ষার্থীরা। রেজাল্ট যত ভালো হবে তত ভালো কলেজে ভর্তি সুযোগ পাবে শিক্ষার্থীরা।

1 thought on “কলেজ ভর্তি ২০২৫ কবে শুরু হবে ? যা বলল শিক্ষাবোর্ড”

  1. কোনো শিক্ষার্থী সাধারণ বৃত্তি নাকি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সেটি রেজাল্ট প্রকাশের দিন জানতে পারবে?
    কিভাবে সেটি জানতে হয়?
    বোর্ডে কার অবস্থান কত কিভাবে জানবে?
    আদৌ সেটি কি জানানো হয়?

    Reply

Leave a Reply