১ নিয়মে সকল Complaint letter লেখার নিয়ম SSC HSC

এসএসসি পরীক্ষায় Complaint letter অর্থাৎ অভিযোগ পত্র অনেক বোর্ডে এসে থাকে। তাই শিক্ষার্থীরা খুব সহজে শর্টকাট নিয়ম জেনে সকল Complaint letter শিখতে পারবে।

মাত্র দুইটি নিয়ম যদি তুমি মুখস্থ কর তাহলে তুমি যে কোন Complaint letter লিখতে পারবে।

আমরা এখানে নিয়মগুলো তুলে ধরছি এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা Complaint letter লিখবে এবং সম্পূর্ণ নম্বর শিক্ষকের কাছ থেকে আদায় করে নিবে।

আরও পড়ুনঃ ১ টি Paragraph দিয়ে সকল Paragraph লেখার নিয়ম

পরীক্ষার সময় কমপ্লেইন লেটার দুই ধরনের এসে থাকে।

এক নাম্বার – ব্যক্তিগত Complaint letter অর্থাৎ কোন প্রকার পণ্য বা সেবা ক্রয় সম্পর্কিত ব্যাপারে কোম্পানির কাছে তুমি ব্যক্তিগতভাবে অভিযোগ জানাচ্ছ।

এক নাম্বার – সামাজিকভাবে যৌথ Complaint letter অর্থাৎ সমাজে কোন সমস্যা দেখা দিয়েছে যা নিয়ে দায়িত্ব ব্যক্তি বর্গের নিকট অভিযোগ পত্র তুমি জানাচ্ছ সমাজের সবাইকে নিয়ে।

পরীক্ষায় বেশিরভাগ সময় যৌথ Complaint letter এসে থাকে। নিচে উত্তর এবং প্রশ্ন দেওয়া রইল যা দেখে তোমরা বিষয়গুলো বুঝতে পারবে।

একক অভিযোগ পত্র বা Complaint letter লেখার নিয়মঃ

  • write a letter to the company complaining against some delivery item – damaged food – defective food – delivery book.
  • write a letter to the customer service manager complaining about missing goods.

যৌথ অভিযোগ পত্র বা Complaint letter লেখার নিয়মঃ

  • write a letter to the Mayor – Councilor – Chairman complaining about insufficient water supply – antisocial activities – unhygienic condition – drug addiction – teenage gang

Leave a Reply