২০২০ সালের শুরুতে করোনা সংক্রমণ শুরু হয়েছিল চীনে। পরবর্তীতে দেশটির উত্তরাঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা সংক্ষেপে এইচএমপিভি ভাইরাস সনাক্ত হয়েছে।
এক্ষেত্রে এইচএমপিভি আক্রান্ত এই চীনের হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে। এমন তথ্য নাকচ করে দেশ দিয়েছে দেশটি কর্মকর্তারা।
এমপক্স রোগের লক্ষণকী? এমপক্স কীভাবে ছড়ায়? রোগের লক্ষণ কী?
তবে বর্তমানে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে কয়েকজন এইচএমপিভি ভাইরাসের সনাক্ত হয়েছে।
ইতিমধ্যে বাংলাদেশেও এইচএমপিভি রোগী দেখা দিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করেছে।
HMPV কিরকম ভাইরাস ?
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সিডিসি বলছে ২০০১ সালে প্রথম HMPV ভাইরাস
সনাক্ত করা হয়। কিন্তু বিশ্লেষকরা বলছেন হয়তো আরো অনেক আগেই এই ভাইরাসের অস্তিত্ব পৃথিবীতে রয়েছে।
তবে স্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন করোনার মত এটি এখন পর্যন্ত শক্তিশালী হয়নি। চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেউই এখন
পর্যন্ত সতর্কতা জারি করেনি, তবে রোগটি যাতে না ছড়ায় সে বিষয়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সকলেই।
কিভাবে ছড়ায় HMPV ?
সাধারণত আক্রান্ত মানুষের হাঁচি কাশি মাধ্যমে ছড়িয়ে থাকে। এছাড়া স্পর্শ করার মাধ্যমেও ছড়াতে পারে।
HMPV রয়েছে এমন স্থানের সংস্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি মাধ্যমে খুব সহজে একটি ছড়িয়ে থাকে।
যে কোন কোন কিছুর উপরে স্পর্শ করার পর হাত চোখ নাক মুখে ছোঁয়ালে সেখান থেকেও HMPV ছড়াতে পারে।
HMPV সংক্রমণ সাধারণত শীতের সময় বেড়ে যায়। যখন মানুষ দীর্ঘ সময় ঘরের মধ্যে বসবাস করে তখন এটি বেশি ছড়ায়।
HMPV ভাইরাসের লক্ষণ
- সর্দি
- কাশি
- জ্বর
- মাথাব্যথা
- শ্বাসকষ্ট
- কখনো কখনো ত্বকের হ্রাস দেখা যেতে পারে
প্রতিরোধমূলক ব্যবস্থা
করোনা সংক্রমণের মোকাবেলা যেসব সতর্কতা নেয়া হয়েছিল সেই পদক্ষেপ গুলো অনুসরণ করলেই চলবে। নিচের বিষয়গুলো মেনে চলুন –
- বাইরে গেলে মাস্ক পড়তে হবে
- ২০ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে
- হাত দিয়ে নাক মুখ স্পর্শ করা যাবে না
- আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা
- জনসমাগম এড়িয়ে চলা
- হাত সাবান দিয়ে ধুয়ে ফেলা যদি টিস্যু না থাকে তাহলে কনুই ভাজ করে সেখানে মুখ হাঁচি দেওয়া
- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়া
- পাশাপাশি পর্যাপ্ত পানি খাওয়া
- সর্দি কাশি জ্বর হলে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নেওয়া
- শ্বাসকষ্ট হলে ইনহেলার অথবা নেবুলাইজার ব্যবহার করা
- তবে কোন ঔষধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.