জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে Honours 1st Year পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ও ওয়েবসাইট লিংক তুলে ধরা হল।
এখান থেকে খুব সহজে তাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল দেখতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক কলেজে অনার্স কোর্স চালু রয়েছে।
Honours 1st Year পরীক্ষা অংশগ্রহণ করেছে প্রায় কয়েক লক্ষ শিক্ষার্থী। তাদের ফলাফল প্রকাশ করে পরবর্তীতে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে ফলাফল দেখতে পারবে।
আরও পড়ুনঃ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ | ১৫০০০ টাকা ভাতা পাবে
ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করে থাকে। আজকে আমরা দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ফলাফল দেখার নিয়ম।
এসএমএস পাঠানোর নিয়মঃ
এসএমএস এর মাধ্যমে অনার্স প্রথম বর্ষ ফলাফল দেখা যাবে। নিচে নিয়ম অনুসরণ করে শিক্ষার্থীরা এসএমএস পাঠাতে পারবে।
- প্রথম কাজ – এসএমএস করতে মোবাইলের মেসেজ অপশনে চলে যান
- দ্বিতীয় কাজ – টাইপ করুন NU space Exam Code space Roll Number
- পাঠিয়ে দিন – 16222 নাম্বারে
- উদাহরণ – NU H1 202524 Send to 16222
Honours 1st Year Exam Result 2025
Honours 1st Year Exam Result দেখতে হলে নিচের নিয়ম অনুসরন করুন ও সহজে ফলাফল দেখুন।
- রেজাল্ট সম্পর্কিত অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন
- ওয়েবসাইট লিংক সবার নিচে তুলে ধরা হলো
- এখানে Result Archive অপশন পাবেন
- সার্চ অপশনে অনার্স বাটনে ক্লিক করুন
- এরপরে প্রথম বর্ষ অপশনে ক্লিক করুন
- পরীক্ষার রোল নাম্বার বসান
- পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর বসান
- পরীক্ষার সাল বসান
- ছবিটা দেখানো চারটি সংখ্যা নিচের বক্সের ভিতরে লিখুন
- সর্বশেষ সার্চ রেজাল্ট অপশনে ক্লিক করুন
- এর পরবর্তীতে শিক্ষার্থীর ফলাফল চলে আসবে
- website link – http://result.nu.ac.bd/
খাতা চ্যালেঞ্জ সম্পর্কিত পরামর্শ:
বিস্তারিত জানতে এখনে ক্লিক করুন

- Honours 1st Year Exam Result 2025
- বাতিল হরে পারে মেডিকেল ভর্তি রেজাল্ট – আন্দোলনের ডাক
- মেডিকেল ভর্তি পরীক্ষা এগিয়ে মেয়েরা
- মেডিকেল ভর্তির ফল প্রকাশ, কত শিক্ষার্থী পাস করল ?
- MBBS Result 2025
- মেডিকেল ভর্তি রেজাল্ট প্রকাশ, এখানে দেখুন
- কিভাবে মেডিকেল ভর্তি ২০২৫ রেজাল্ট দেখা যাবে ?
- এমবিবিএস ভর্তির রেজাল্ট দেখার নিয়ম ২০২৫
- কয়টায় মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে ?

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.