Honours Admission 2025 Apply Online

Honours Admission 2025 : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তির অনলাইন আবেদন করার লিংক এবং ওয়েবসাইট তুলে ধরছি।

তার সাথে আবেদন করার নিয়ম জানিয়ে দিচ্ছি। বর্তমানে শিক্ষার্থীরা অনার্স ভর্তির জন্য আবেদন করবে।

আবেদন করার জন্য সুযোগ প্রদান করা হয়েছে। অনলাইনের মাধ্যমে একটি কলেজে আবেদন ফরম পূরণ করে শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে।

তবে কিভাবে শিক্ষার্থীরা নিজেরা আবেদন ফরম পূরণ করবে এবং অনলাইনে আবেদন সম্পন্ন করবে, তার যাবতীয়

সকল ডকুমেন্ট আমরা দেখিয়ে দিচ্ছি। যেখানে ক্লিক করে শিক্ষার্থী আবেদন করতে পারবে অনার্স ভর্তির জন্য।

সকল আপডেট দ্রুত পেতে আমাদের Whatsapps গ্রুপে জয়েন হোন Join Group

অনার্স ভর্তির যোগ্যতা

গতবছর থেকে চলতি বছরের ভর্তির যোগ্যতা কিছুটা কমানো হয়েছে, সর্বনিম্ন এই যোগ্যতা শিক্ষার্থীর আবেদন করতে পারবে।

বিজ্ঞান বিভাগমানবিক বিভাগব্যবসায় বিভাগ
SSC 2021-222.752.502.50
HSC 2023-242.502.502.50
মোট65.55.5

ভর্তি পরীক্ষার মানবন্টন

শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করলে নিচের এই মানবন্টন অনুযায়ী তাদের ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।

বিজ্ঞান বিভাগের মানবন্টন

বিষয়পরীক্ষার নম্বর
বাংলা20 নম্বর
ইংরেজি20 নম্বর
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান10 নম্বর
পদার্থবিজ্ঞান17 নম্বর
রসায়ন17 নম্বর
জীববিজ্ঞান / উচ্চতর গণিত16 নম্বর
মোট নম্বর100 নম্বর
পাস নম্বর35 নম্বর

মানবিক ও গার্হস্থ্য অর্থনীতি শাখার মানবন্টন

বিষয়পরীক্ষার নম্বর
বাংলা25 নম্বর
ইংরেজি25 নম্বর
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান10 নম্বর
HSC থেকে পঠিত ৪ টি বিষয়4*10 = 40 নম্বর
মোট নম্বর100 নম্বর
পাস নম্বর35 নম্বর

ব্যবসা শাখার মানবন্টন

বিষয়পরীক্ষার নম্বর
বাংলা25 নম্বর
ইংরেজি25 নম্বর
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান10 নম্বর
হিসাববিজ্ঞান20 নম্বর
ব্যবসা নীতি ও প্রয়োগ20 নম্বর
মোট নম্বর100 নম্বর
পাস নম্বর35 নম্বর

অনলাইন আবেদন করার নিয়ম ও ওয়েবসাইট

অনলাইন আবেদন করতে শিক্ষার্থীদের ৭০০ টাকা খরচ করতে হবে। তবে সরাসরি কোন টাকা অনলাইনে দিতে হবে না।

শিক্ষার্থীরা যে কলেজে আবেদন করবে সে কলেজে গিয়ে আবেদনের টাকা জমা দিয়ে আসবে, এক্ষেত্রে আবেদন ফরম এবং আবেদনের টাকা জমা রাখবে কলেজ কর্তৃপক্ষ।

অনলাইন আবেদনের প্রথম ধাপ

জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করার জন্য শিক্ষার্থীরা এপ্লাই নাও বাটন খুঁজে পাবে।

প্রথম ধাপ – শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি রোল নাম্বার পাশের সাল এবং বোর্ডের নাম সিলেক্ট করতে হবে।

দ্বিতীয় ধাপ – শিক্ষার্থীর সামনে তার সকল তথ্যগুলো দেখানো হবে। যেখানে শিক্ষার্থীর নাম বাবা মায়ের নাম জন্ম তারিখ এবং তার এসএসসি ও এইচএসসি রেজাল্ট শো করবে।

তৃতীয় ধাপ – শিক্ষার্থীকে Honours Admission 2025 আবেদনের করার সুযোগ দেওয়া হবে। যেখানে শিক্ষার্থী একটি সাবজেক্ট সিলেক্ট করবে

এবং সেই সাবজেক্ট এর অধীনে যে সকল কলেজ রয়েছে, সেগুলো সিলেক্ট করতে পারবে। একজন শিক্ষার্থী

সাবজেক্টের উপর নির্ভর করে বিভাগ জেলা এবং পরবর্তীতে জেলার অধীনে সকল কলেজের তালিকা পাবে।

যখন শিক্ষার্থী সে কলেজ সিলেক্ট করবে। পরবর্তীতে সেই কলেজে কতগুলো আসন সংখ্যা রয়েছে, সেগুলো দেখা যাবে।

শিক্ষার্থী কলেজ সিলেট করার পরবর্তী ধাপে কোন প্রকার কোটা আছে কিনা সেগুলো সিলেক্ট করবে এবং পরবর্তী ধাপে এগিয়ে যাবে।

সবার শেষে এসে শিক্ষার্থীকে নিজের ছবি আপলোড করতে হবে এবং একটি মোবাইল নাম্বার বসাতে হবে।

যে নাম্বারটি শিক্ষার্থী নিজের অথবা পরিবারের শেষ স্তরে এসে শিক্ষার্থীর সকল ডকুমেন্টগুলো আরও একবার

দেখানো হবে এবং তার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে সে কোন কলেজ দিয়েছে সবকিছু দেখানো হবে।

সবার শেষে শিক্ষার্থী আবেদন সাবমিট করুন বাটনে ক্লিক করে আবেদন সাবমিট করবে এবং আবেদনের একটি কপি শিক্ষার্থী নিজের সংগ্রহ করবে।

Leave a Reply