জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কবে হবে এবং আবেদন কবে শুরু হবে তা নিয়ে আপডেট জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। Honours Admission 2025
ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ সংবাদ জানিয়েছে। কিন্তু এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়
আনুষ্ঠানিক ভাবে জানাইনি তারা কবে আবেদন শুরু করবে ? কতদিন পর্যন্ত তাদের আবেদন চলমান থাকবে ?
কিভাবে তারা ভর্তি পরীক্ষা নিবে এবং ভর্তি পরীক্ষা কবে আয়োজন করা হবে ? জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্পর্কিত
দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছে মে মাসে প্রথম দিকে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
৫০০০০ টাকা চিকিৎসা অনুদান পাবে সকল শিক্ষার্থী – আবেদন করুন
তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা ভর্তি পরীক্ষার বিষয়টি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করার বিষয়টি জানিয়েছে ওই কর্মকর্তা।
এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় আবেদন নিয়ে সর্বশেষ তথ্য মতে জানুয়ারি মাসের মধ্যে
আবেদন কার্যক্রম শুরু করতে যাচ্ছে তারা এবং আবেদনের মূল পর্বটি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।
যেখানে শিক্ষার্থীর অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। প্রথম শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে,
পরবর্তীতে যাচাই-বাছাই করে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পাশ নম্বর পেয়ে উত্তীর্ণ হবে তাদের আবেদন করার সুযোগ দেওয়া হবে।
যে সকল কলেজের শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষার্থীরা তাদের অনার্স প্রথম বর্ষ স্নাতক ভর্তির জন্য আবেদন করতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় একাধিক কর্মকর্তা জানিয়েছে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। ৬৪ জেলায় ভর্তি পরীক্ষা কেন্দ্র রাখা হবে, যাতে করে শিক্ষার্থীদের সুবিধা হয়।
এছাড়া ১০০ নম্বরে পরীক্ষা আয়োজন করা হবে। বিজ্ঞান মানবিক ব্যবসা বিভাগে আলাদা আলাদা মানবন্টন এর পরীক্ষা আয়োজন করা হবে,
বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞানের উচ্চতর গণিত জীববিজ্ঞান রসায়ন পরীক্ষা আয়োজন করা হবে। Honours Admission 2025
একইভাবে মানবিক ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপ সাবজেক্ট এর উপরে পরীক্ষায় আয়োজন করা হবে।
এছাড়া বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞানের উপরে পরীক্ষায় আয়োজন করা হবে যেখানে ৫০ নম্বরে পরীক্ষা আর কথা বলা হয়েছে।
My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.