জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার চূড়ান্ত ভর্তির ফরম পূরণ ( Honours Admission Form ) করার লিংক এবং ফরম পূরণ করার নিয়ম এখানে পেয়ে যাবে।
অনেক শিক্ষার্থী ফরম পূরণ করার জন্য সঠিক নিয়ম খুজছ। তাদের জন্য আমরা তুলে ধরছি সঠিক নিয়ম এবং সঠিক ওয়েবসাইটটি।
যেখানে প্রবেশ করে নিজেই সকল তথ্যগুলো দিয়ে খুব সহজে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে পারবে।
প্রথম ধাপঃ প্রথমে শিক্ষার্থীদের নিচে দেওয়া লিংকে ক্লিক করে লগইন করে নিতে হবে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার ব্যবহার করে। এরপরে শিক্ষার্থী আবেদন ফরম পেতে Admission Form অপশন এ ক্লিক করতে হবে।
দ্বিতীয় কাজঃ আবেদন ফরম দেখার পরে শিক্ষার্থীকে প্রথমেই তার জাতীয়তা ধর্ম অভিভাবকের নাম এবং অভিভাবকের মোবাইল নাম্বার সঠিকভাবে বসাতে হবে।
তৃতীয় কাজঃ এরপরে শিক্ষার্থী তার বাবা অথবা মা অথবা অভিভাবকের বাৎসরিক আয়ের পরিমান লিখবে।
চতুর্থ কাজঃ শিক্ষার্থী যদি তার সাবজেক্ট পরিবর্তন করতে চায় তাহলে yes অপশনে ক্লিক করবে আর যদি পরিবর্তন করতে না চায় তাহলে no অপশন এ ক্লিক করবে।
পঞ্চম কাজঃ বর্তমান এবং স্থায়ী ঠিকানা সঠিকভাবে সিলেক্ট করবে এবং এড্রেস ঘরে লিখে দিবে
ষষ্ঠ কাজঃ উপরের সকল তথ্য যদি সঠিকভাবে লেখা হয় তাহলে শিক্ষার্থী সেইভ ইনফরমেশন বাটনে ক্লিক করে তথ্যগুলো নিশ্চিত করবে এবং আবেদন ফরম ডাউনলোড করবে।
আবেদন ফরম ডাউনলোড করার পরবর্তীতে কলেজে কাছে গিয়ে আবেদন ফরম জমা দিতে হবে এবং আবেদন ফরম এর সাথে আরও বিভিন্ন ডকুমেন্ট জমা দিতে হবে। এছাড়া কলেজে ভর্তির ফি পরিশোধ করে তার রিসিট জমা দিতে হবে।
- সরাসরি ওয়েবসাইট লিংক – http://app11.nu.edu.bd/
- সরাসরি লগইন লিংক – http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.
মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে সকল তথ্য পেতে যুক্ত থাকুন Shovon Study সাথে।