জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন – বিজ্ঞান মানবিক ব্যবসায়

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় আয়োজন করতে যাচ্ছেন। এক্ষেত্রে ভর্তি পরীক্ষার মানবন্টন সম্পর্কে অনেক শিক্ষার্থী এখনও বুঝতেছে না।

আমরা চেষ্টা করছি এই পোষ্টের মাধ্যমে শিক্ষার্থীদেরকে জানানোর তাদের কোন মানবন্টনে পরীক্ষা হবে।

তারা কোন বিষয়ের উপর তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। মূলত ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদেরকে

তাদের এইচএসসি বিষয়গুলোর উপর প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিন্তু এইচএসসি ক্ষেত্রে অনেকগুলো বিষয় রয়েছে।

আরও পড়ুনঃ Honours Admission 2025 Apply Online

সবগুলো বিষয়ের উপর প্রস্তুতি নেওয়ার কোন দরকার নেই। এক্ষেত্রে কোন কোন বিষয়ে প্রশ্ন আসবে কত নম্বরে প্রশ্ন আসবে সেগুলো আমরা এখানে তুলে ধরছি।

যে বিষয়গুলো জানতে পারবে –

  • জাতীয় বিশ্ববিদ্যালয় কত নম্বরে ভর্তি পরীক্ষা হবে ?
  • কত নম্বর পেলে পাস করা যাবে ?
  • বিজ্ঞান বিভাগে কত নম্বরে পরীক্ষা হবে ?
  • মানবিক বিভাগে কত নম্বরে পরীক্ষা হবে ?
  • ব্যবসা বিভাগে কত নম্বরে পরীক্ষা হবে ?
  • বিজ্ঞান বিভাগের কোন কোন বিষয়ে পরীক্ষা হবে ?
  • মানবিক বিভাগে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে ?
  • ব্যবসা বিভাগের কোন কোন বিষয় পরীক্ষা হবে ?

Shovon Study সকল আপডেট পেতে Whatsapp Channel ফলো করুন

বিজ্ঞান বিভাগের মানবন্টন

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের পাশাপাশি পদার্থ রসায়ন বিষয়

পরীক্ষায় আয়োজন করা হবে। এর সাথে জীববিজ্ঞান ও উচ্চতর গণিতের মধ্যে যেকোনো একটি শিক্ষার্থীরা নিতে পারবে।

সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা আয়োজন করা হবে, নিচের মানবন্টন অনুসরণ করে শিক্ষার্থীরা বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবে।

বিষয়পরীক্ষার নম্বর
বাংলা20 নম্বর
ইংরেজি20 নম্বর
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান10 নম্বর
পদার্থবিজ্ঞান17 নম্বর
রসায়ন17 নম্বর
জীববিজ্ঞান / উচ্চতর গণিত16 নম্বর
মোট নম্বর100 নম্বর
পাস নম্বর35 নম্বর

মানবিক ও গার্হস্থ্য অর্থনীতি শাখার মানবন্টন

মানবিক ও গার্হস্থ্য অর্থনীতির শাখায় যে সকল শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি মাধ্যমে

জানিয়েছে বাংলা ইংরেজি বাংলাদেশের সম্পর্কে সাধারণ জ্ঞান শিক্ষার্থীরা পরীক্ষায় বিষয় পরীক্ষা অংশগ্রহণ করবে।

তার সাথে তার এইচএসসিতে পঠিত চারটি বিষয়ে পরীক্ষা আয়োজন করবে শিক্ষার্থী। এক্ষেত্রে বিজ্ঞান বিভাগের

শিক্ষার্থীরা তার গ্রুপ সাবজেক্ট সিলেক্ট করতে পারবে, অর্থাৎ যারা গ্রুপ পরিবর্তন করতে চায় তারা তাদের সাবজেক্টগুলো সিলেক্ট করবে।

বিষয়পরীক্ষার নম্বর
বাংলা25 নম্বর
ইংরেজি25 নম্বর
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান10 নম্বর
HSC থেকে পঠিত ৪ টি বিষয়4*10 = 40 নম্বর
মোট নম্বর100 নম্বর
পাস নম্বর35 নম্বর

ব্যবসা শাখার মানবন্টন

ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এর পাশাপাশি হিসাববিজ্ঞান এবং ব্যবসার নীতি ও প্রয়োগ বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করবে।

বিষয়পরীক্ষার নম্বর
বাংলা25 নম্বর
ইংরেজি25 নম্বর
বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান10 নম্বর
হিসাববিজ্ঞান20 নম্বর
ব্যবসা নীতি ও প্রয়োগ20 নম্বর
মোট নম্বর100 নম্বর
পাস নম্বর35 নম্বর

উপসংহারঃ

এত কথা বলার পরও কেউ যদি মানবন্টন সম্পর্কে না বুঝে থাকো তাহলে কমেন্ট করো আমি চেষ্টা করব সে বিষয় সম্পর্কে আরো অবহিত করার কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে।

2 thoughts on “জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন – বিজ্ঞান মানবিক ব্যবসায়”

  1. এই যে চারটি বিষয় এর কথা বলা হয়েছে আমাদের এইচএসসিতে মানবিক শাখার মোট নয়টি বিষয় ছিল তো এরমধ্যে থেকে কি যে কোন চারটি বিষয় এর এক্সাম হবে? নাকি আমাদের যে কোন চারটি বিষয়ে আমরা নিজেরা প্রিপারেশন নিব। ধন্যবাদ

    Reply
    • এইচএসসি পরীক্ষার যে বিষয়গুলো নেয়া হয়েছে সেগুলো সিলেক্ট করতে হবে

      Reply

Leave a Reply