জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে Honours Admission – অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরে শিক্ষার্থীদের নিচে দেওয়া লিংকে ক্লিক করে ফলাফল দেখে নিতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশ করা হয়ে থাকে দুই পদ্ধতির মাধ্যমে। একটি হচ্ছে সরাসরি এসএমএস পাঠিয়ে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে।
যেখানে শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট ফি দিয়ে এসএমএস পাঠাতে হবে। আরেকটি হচ্ছে সরাসরি ওয়েবসাইট লিংক যেখান থেকে শিক্ষার্থীরা
ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল গুলো দেখে নিতে পারবে। আমরা আজকে দুইটি নিয়ম তুলে ধরছি যেখান থেকে শিক্ষার্থী
ফলাফল দেখার নিয়ম গুলো জেনে নিতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করে থাকে সবার শেষে।
তবে শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে পারবে, যেখানে শিক্ষার্থী জানতে পারবে কোন কলেজে ভর্তি সুযোগ পেয়েছে এবং কোন ডিপার্টমেন্ট অর্থাৎ কোন সাবজেক্টে ভর্তি সুযোগ পেয়েছে।
চলতি বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে Honours Admission পরীক্ষা অংশগ্রহণ করেছে ৫ লক্ষ ৫০ হাজারের অধিক শিক্ষার্থী।
সকল আপডেট পেতে আমাদের WhatApps Channel এ যুক্ত হতে পারেন | জয়েন লিংক |
তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আসন সংখ্যা রয়েছে মাত্র ৪ লক্ষ ৪০ হাজারের মতো। এছাড়া ৮৮১টি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি কার্যক্রম পরিচালনা করবে।
ভর্তি পরীক্ষার পাস করার জন্য ৩৩ নম্বর দরকার হবে। তবে ভালো কলেজ পাওয়ার জন্য শিক্ষার্থীদের আরো বেশি নম্বর দরকার হতে পারে।
২০০ নম্বরের মাধ্যমে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হবে। যেখানে ১০০ নম্বর আসবে পরীক্ষার মাধ্যমে এবং ১০০ নম্বর আসবে
তার এসএসসি এইচএসসি রেজাল্টের মাধ্যমে। প্রতিটি কলেজের কাছে আবেদন চলে যাবে, সেখান থেকে কলেজ গুলো বেশি নিবে তাদের
কাঙ্খিত শিক্ষার্থী এবং শিক্ষার্থী জানতে পারবে সে কোন কলেজে ভর্তি সুযোগ পেয়েছে এবং কোন সাবজেক্টে ভর্তি সুযোগ পেয়েছে।
Honours Admission পরীক্ষা রেজাল্ট দেখার নিয়মঃ
- জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে যেতে হবে
- অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে ক্লিক করতে হবে
- অ্যাপ্লিকেশন আইডি বসাতে হবে
- পাসওয়ার্ড অর্থাৎ পিন নাম্বার বসাতে হবে
- সাবমিট করলে ফলাফল চলে আসবে
- ওয়েবসাইট লিংক – http://app11.nu.edu.bd/
- সরাসরি লগইন – http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin
- নতুন রেজাল্ট লিংক – http://app55.nu.edu.bd/nu-web/admissionTestResultQueryForm
- SMS নিয়ম – nu <স্পেস > athn <স্পেস > Application ID লিখে পাঠিয়ে দেও 16222
মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে সকল তথ্য পেতে যুক্ত থাকুন Shovon Study সাথে।
বাই আসসালামু আলাইকুম।৷
আমি তো পারিনা কিভাবে রেজাল্টা দেখব
Kaj korse na link
Same
Sms eu dekha jasse na time expire bole sudhu🙂
ভাই লিং এর ঢুকা যায় না তো
Server Busy