HSC 2024 Scholarship Result – এইচএসসি ২০২৪ শিক্ষার্থীদের জন্য সকল শিক্ষা বোর্ড বৃত্তের ফলাফল প্রকাশ করেছে। এখানে আমরা বৃত্তির ফলাফল সকল বোর্ডের তুলে ধরছি।
যেখান থেকে শিক্ষার্থীরা দেখে নিতে পারবে, তাদের বৃত্তির রেজাল্ট। মূলত শিক্ষা বোর্ডগুলো তাদের প্রতিটি ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করেছে।
এতদিন শিক্ষা বোর্ড গুলো ফলাফল প্রকাশ করেনি, সর্বশেষ সকল বোর্ডের ফলাফল প্রকাশিত হয়েছে।
প্রত্যেকটি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা ফলাফল ডাউনলোড করে নিতে পারবে এবং দেখে নিতে পারবে তাদের রেজাল্ট ফলাফলের তালিকায়
এসেছে কিনা যদি রেজাল্ট তালিকায় আসে, তাহলে শিক্ষার্থীদের কি কি করনীয় সে প্রসঙ্গেও আমরা আলোচনা করছি।
কত টাকা প্রদান করা হবে ?
মেধাবৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কে প্রতি মাসে ৮২৫ টাকা করে প্রদান করা হবে। যেখানে শিক্ষার্থীরা তিন বছর থেকে
৫ বছর টাকা পাবে এবং বছরে তাদেরকে আরো প্রায় ১৮০০ টাকা প্রদান করা হবে বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য।
সাধারণ বৃত্তি ক্ষেত্রে শিক্ষার্থীদের কে প্রতি মাসে ৩৭৫ টাকা করে প্রদান করা হবে। এখানেও শিক্ষার্থীরা তিন
থেকে পাঁচ বছর টাকা পাবে এবং তাদেরকে বছরে আরো ৭৫০ টাকা প্রদান করা হবে সরঞ্জাম কেনার জন্য।
বৃত্তি পেলে শিক্ষার্থীদের করণীয়
যদি তালিকা শিক্ষার্থীর নাম চলে আসে তাহলে শিক্ষার্থী বৃত্তি পাবে বলে যোগ্য বিবেচিত হয়েছে। এখন শিক্ষার্থীকে কিছু কাজ করতে হবে।
বিশেষ করে যখন তারা বিশ্ববিদ্যালয় ভর্তি হবে বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার ৭ দিনের মধ্যে যে ডিপার্টমেন্টে ভর্তি
হচ্ছে, সেখানে তার এই বৃত্তির ডকুমেন্ট ব্যাংক একাউন্টের তথ্য এবং তার এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে।
পরবর্তীতে সেই তথ্যগুলো বোর্ডের কাছে পাঠিয়ে দিবে বিশ্ববিদ্যালয়, সেখান থেকে যাচাই-বাছাই করে
শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী টাকা পাঠিয়ে দিবে তার একাউন্টে। সরাসরি তার একাউন্টে টাকা চলে আসবে।
HSC 2024 Scholarship Result All Board
- ঢাকা শিক্ষা বোর্ড
- কুমিল্লা শিক্ষা বোর্ড
- দিনাজপুর শিক্ষা বোর্ড
- রাজশাহী শিক্ষা বোর্ড
- বরিশাল শিক্ষা বোর্ড
- যশোর শিক্ষা বোর্ড
- সিলেট শিক্ষা বোর্ড
- ময়মনসিংহ শিক্ষা বোর্ড
- চট্টগ্রাম শিক্ষা বোর্ড
![](https://i0.wp.com/shovonstudy.com/wp-content/uploads/466123829_1621175048611207_4176642647931331450_n.jpg?resize=100%2C100&ssl=1)
My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.
hello
alert(“XSS”)