আগামী ২৬ জুন শুরু হচ্ছে এইচএসসি ২০২৫ পরীক্ষা। ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড। কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা দিয়েছে।
৩ দফা দাবিতে তারা আন্দোলন করছে। ইতিমধ্যে মানববন্ধন কর্মসূচি ঘোষণা দিয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের একটি অংশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানায়, বুধবার সকাল দশটায় শাহবাগে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করবেন।
যদি শিক্ষা মন্ত্রণালয়ের দাবি না মানে তাহলে পরবর্তীতে কর্মসূচি পরিমাণ বৃদ্ধি করা হবে। কি দাবি তাদের জানতে চাইলে শিক্ষার্থীরা জানে আমাদের তিনটি দাবি রয়েছে।
- পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে
- বিগত সালের ন্যায় নিয়ম অনুযায়ী পরীক্ষার গ্রহণ করতে হবে
- আকৃতি কার্য পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণ ও গ্রেসমার্ক পদ্ধতি কার্যকর করতে হবে
রাজধানী ঢাকার একাধিক কলেজে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে সহমত পোষণ করছেন।
তারা বলছে বিগত বছরে যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল চলতি বছরে সেরকম ভাবেই পরীক্ষায় আয়োজন করা হোক।
অতিরিক্ত কোন নিয়মকানুন চালু করলে আমরা তা মেনে নিব না। এছাড়া রাজনৈতিক ও বন্যার কারণে আমাদের
পড়াশোনা অনেক ক্ষতিগ্রস্ত পড়াশোনা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই 26 জুন পরীক্ষা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।
এক্ষেত্রে এইচএসসি ২০২৫ পরীক্ষা দুই মাস পিছিয়ে আগামী আগস্ট মাসে নেওয়ার দাবি জানিয়েছি আমরা।
এছাড়া পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থী দু এক নম্বরের কারণে ফেল করে এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে একটি বছর নষ্ট করতে হয়।
তাই আমরা সাপ্লিমেন্টারি সিস্টেমে পরীক্ষা চালু করার ব্যাপারে কথা বলেছি। এছাড়া শিক্ষকের বিভিন্ন সময়
শিক্ষার্থীদের ১-২ গ্রেস নাম্বার হিসেবে দেয়। যা একজন শিক্ষার্থীকে পাস করতে অথবা এ প্লাস পেতে সহায়তা করে।
কিন্তু বর্তমান সময়ে তা বাদ দেওয়ার কথা বলেছে শিক্ষা উপদেষ্টা এ বিষয় নিয়ে। যা নিয়ে আমাদের আপত্তি রয়েছে।
তবে বিভিন্ন সময় ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা কথাগুলো সরজমিনে কোন কিছু দেখা যায় না।

মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে সকল তথ্য পেতে যুক্ত থাকুন Shovon Study সাথে।