বন্যার কারণে এইচএসসি ২০২৫ স্থগিত হবে ? কি বলছে মন্ত্রণালয়

আগামী ২৬ জুন শুরু হবে এইচএসসি ২০২৫ পরীক্ষা। কিন্তু বর্তমানে সারাদেশে তীব্র বৃষ্টির কারণে বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরে তথ্য মতে আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন জেলায় বন্যার শঙ্কা রয়েছে এবং

বেশ কয়েকটি জেলা ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। চলতি বছরে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ

করছে 12 লক্ষ এইচএসসি পরীক্ষার্থী এই পরীক্ষার্থীরা প্রস্তুতি নিতে গিয়ে বর্তমানে হিমশিম খাচ্ছে।

আরও পড়ুনঃ এইচএসসি পরীক্ষা ২০২৫ নিয়ে জরুরী নির্দেশনা

শিক্ষার্থীরা অনেকদিন ধরে পরীক্ষা পেছনের দাবি জানালেও বর্তমানে বন্যা পরিস্থিতি যেন তাদের দাবি কে আরো শক্তিশালী করছে।

তবে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কি বলছে, সে সম্পর্কে জানতে চেয়েছিলাম মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার কাছে।

তারা জানিয়েছে বর্তমান সময়ে আকর্ষিক এই বন্যার প্রভাব আশা করি পরীক্ষা পর্যন্ত থাকবে না।

পরীক্ষার আগে পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে এবং আমরা সুন্দরভাবে পরীক্ষার আয়োজন করতে পারবো অর্থাৎ কোনভাবে পরীক্ষা স্থগিত হবে না অথবা পিছিয়ে যাবে না।

আরও পড়ুনঃ আন্দোলন ঘোষণা এইচএসসি ২০২৫ শিক্ষার্থীদের – কি তাদের দাবি ?

তবে পরীক্ষা চলাকালীন সময়ে অথবা পরীক্ষা ঠিক আগ মুহূর্তে যদি এরকম প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয় অর্থাৎ বন্যা ঘূর্ণিঝড়ের

মতো ঘটনা ঘটে তখন পরীক্ষা স্থগিত অথবা পিছে নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। তবে শুধুমাত্র যেখানে যেখানে বন্যা

এবং ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু সেই বোর্ড গুলোতে পরীক্ষা স্থগিত হবে, বাকি সকল বোর্ডের পরীক্ষা চলমান থাকবে।

তবে বর্তমানে চলমান বন্যার কারণে পরীক্ষার কোন সমস্যা হবে না বলে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা নিশ্চিত করেছে।

ইতিমধ্যে শিক্ষার্থীরা তাদের বন্যা নিয়ে দুশ্চিন্তা করল, তাদের উদ্দেশ্যে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেন তোমরা

সুন্দর করে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করো পরীক্ষা সঠিক সময় আয়োজন করা হবে পরীক্ষা পেছনের সম্ভাবনা নেই।

Leave a Reply