HSC 2026 Bangla 1st Paper Suggestion – 100% Common

HSC 2026 Bangla 1st Paper Suggestion – এইচএসসি ২০২৬ বাংলা প্রথম পত্র বিষয়ে সাজেশন আমরা তুলে ধরছি।

যেখান থেকে শিক্ষার্থীরা তাদের বাংলা ১ম পত্রের জন্য প্রস্তুতি নিতে পারবে। দেশের সেরা শিক্ষকের নিকট থেকে

সাজেশন সংগ্রহ করে আমরা এখানে উপস্থাপন করছি। বাংলা বিষয় নিয়ে শিক্ষার্থীরা অনেক দুশ্চিন্তা করেছে,

তাদেরকে জানিয়ে রাখছি গদ্য ও কবিতা ক্ষেত্রে সকল অধ্যায়ে পড়ার দরকার নেই। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়লে শিক্ষার্থী ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

আমরা এখানে উপস্থাপন করছি কোন অধ্যায়গুলো শিক্ষার্থীদের পড়া উচিত এবং কোন টপিকগুলো পড়লে অবশ্যই পরীক্ষা 100% কমন আসবে।

বাধ্যতামূলক বিশ্লেষণ –

বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে বাধ্যতামূলক বিষয় গুলো খুবই গুরুত্বপূর্ণ ।এখানে প্রতিটি বিভাগ থেকে প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। যেমনঃ

  • ক বিভাগ গদ্য থেকে ৪ টি প্রশ্ন আসবে ২ টি উত্তর দিতে হবে
  • খ বিভাগ কবিতা থেকে ৩ টি প্রশ্ন আসবে ২ টি উত্তর দিতে হবে
  • গ বিভাগ উপন্যাস থেকে ২ টি প্রশ্ন আসবে ১ টি উত্তর দিতে হবে
  • ঘ বিভাগ নাটক থেকে ২ টি প্রশ্ন আসবে ১ টি উত্তর দিতে হবে
  • বাকি ১ টি প্রশ্ন যে কোন বিভাগ থেকে উত্তর দেওয়া যাবে

গদ্য অংশ সাজেশন

গদ্য অংশে সর্বমোট চারটি প্রশ্ন আসবে, সেখান থেকে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক।

চাইলে শিক্ষার্থী তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের যে অধ্যায়গুলো পড়ার জন্য পরামর্শ থাকবে তা হলঃ

  1. অপরিচিতা
  2. সাহিত্যের খেলা
  3. বিলাসী
  4. জীবন ও বৃক্ষ
  5. রেইনকোট
  6. নেকলেস
  7. গন্তব্য কাবুল

কবিতা অংশ সাজেশন

কবিতা সর্বমোট তিনটি প্রশ্ন আসবে যে কোন দুটি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। চাইলে শিক্ষার্থী এখান থেকে তিনটি প্রশ্ন উত্তর দিতে পারবে, যে অধ্যায়গুলো পড়ার জন্য পরামর্শ থাকবে তা হলঃ

  1. সোনার তরী
  2. বিদ্রোহী
  3. তাহারে মনে পড়ে
  4. পদ্মা
  5. ফেব্রুয়ারি 1969
  6. প্রত্যাবর্তনের লজ্জা
সকল আপডেট দ্রুত পেতে আমাদের Whatsapps গ্রুপে জয়েন হোন Join Group

Leave a Reply