চলতি বছরের এইচএসসি ২০২৫ পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৬ জুন। ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু পরীক্ষা দিতে ইচ্ছুক নয় শিক্ষার্থীদের একটি অংশ।
সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের গ্রুপগুলোতে এ নিয়ে প্রচার প্রচলননা চালাচ্ছে এইচএসসি ২০২৫ শিক্ষার্থীদের একটি অংশ।
আরও পড়ুনঃ এইচএসসি রুটিন ২০২৫ | HSC Routine 2025 PDF
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছে আমাদের পরীক্ষায় প্রস্তুতি সঠিকভাবে সম্পন্ন হয়নি। এছাড়া বিভিন্ন সমস্যার মধ্যে
আমাদের বিগত বছর সম্পন্ন হয়েছে। তাই আমাদের পরীক্ষা আরো পিছিয়ে নেয়া হোক অর্থাৎ পরীক্ষা পেছনের দাবী জানিয়েছে।
এছাড়া ৫০ নম্বর পরীক্ষা আয়োজন করার কথা অনেক শিক্ষার্থী বলছে। আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীর সাথে
কথা বললে তারা জানায় পরীক্ষা যদি পিছিয়ে নেওয়া হয় তাহলে সম্পূর্ণ নাম্বারে পরীক্ষা আয়োজন করা যেতে পারে।
আর যদি পরীক্ষা পেছনে সম্ভব না হয় তাহলে ৫০ নম্বরে পরীক্ষা আয়োজন করার জন্য আমরা দাবি জানাচ্ছি।
অন্যদিকে এইচএসসি ২০২৫ শিক্ষার্থীদের আরও একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ করে জানায়
সঠিক সময়ে পরীক্ষা আয়োজন করা উচিত। কারণ আমরা দীর্ঘদিন প্রস্তুতি গ্রহণ করেছি এখন পরীক্ষা দিতে চাই।
এই পরীক্ষায় যারা প্রস্তুতি নিতে পারেনি তাদের পরীক্ষা যতই পেছনে হোক তারা প্রস্তুতি কখনো নিতে পারবে না।
তাই সঠিক সময় পরীক্ষা আয়োজন করা হোক। কেননা এরপরে বিশ্ববিদ্যালয় ভর্তি রয়েছে, দ্রুত পরীক্ষা শেষ করে রেজাল্ট প্রকাশ পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শুরু করতে হবে।
তবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কোন কিছুই জানায়নি। কেননা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে
এরকম কোন দাবি-দাবা এখন পর্যন্ত পেশ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয় নিয়ে কথা বলছে শিক্ষার্থীরা।
তবে শিক্ষা বিশ্লেষকদের মতে পরীক্ষার আগে আন্দোলন করা একটি অভ্যাসে পরিণত হয়েছে। এর আগের বছরগুলোর
ক্ষেত্রে তা দেখা গিয়েছে। তবে যদি যৌক্তিক দাবি শিক্ষা মন্ত্রণালয় মেনে নিবে, কিন্তু এই মুহূর্তে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আর পরীক্ষা পেছনে কোনো ভাবেই সম্ভব নয়, সঠিক সময় পরীক্ষায় আয়োজন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সকল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছে।
তাই ধারণা করা যাচ্ছে চলতি বছরে এইচএসসি ২০২৫ পরীক্ষা পেছনেও অথবা 50 নম্বর পরীক্ষা আয়োজন করা কোনোটিই সম্ভব নয়।

মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে সকল তথ্য পেতে যুক্ত থাকুন Shovon Study সাথে।
Akta hoile hoy