এইচএসসি ২০২৫ নিয়ে ৩ টি আপডেট তথ্য

উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি ২০২৫ নিয়ে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আজকে আমরা পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানাবো শিক্ষার্থীদেরকে।

শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে রুটিন প্রকাশ করেছে। আগামী ২৬ জুন হচ্ছে বাংলা প্রথম পত্র বিষয়ের মাধ্যমে চলতি বছর এইচএসসি ২০২৫ পরীক্ষা।

ইতিমধ্যে শিক্ষার্থীরা পরীক্ষার সকল প্রস্তুতি খুব সুন্দরভাবে গ্রহণ করছে। প্রতিটি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা

সম্পন্ন করেছে ২৭ ফেব্রুয়ারির মধ্যে তাদের রেজাল্ট প্রকাশ করেছে। এখন ফরম ফিলাপ কার্যক্রম শুরু করা হবে।

আরও পড়ুনঃ একটানা ৭০ দিন বন্ধ থাকবে স্কুল কলেজ

এরই মধ্যে ফরম ফিলাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড থেকে। সেখানে বলা হয়েছে আগামী দুই মার্চ থেকে ফরম ফিলাপ শুরু হবে এবং শেষ হবে 10 মার্চ।

বিলম্বিত ফি দিয়ে ১৮ মার্চ পর্যন্ত ফরম ফিলাপ করা যাবে। ফরম ফিলাপের জন্য ফি নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান বিভাগের 2770 টাকা।

মানবিক ও ব্যবসায় বিভাগে ২২২০ টাকা দিয়ে শিক্ষার্থীরা তাদের ফরম ফিলাপ সম্পন্ন করবে এবং এর সাথে ২৪ মাসের টিউশন ফি অর্থাৎ বেতন দিতে হবে।

২৪ মাসের অতিরিক্ত কোন বেতন শিক্ষার্থীরা দিতে হবে না। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে পরীক্ষার আয়োজন করার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি তারা নেয়া শুরু করেছে।

আরও পড়ুনঃ HSC 2025 Form Fill Up Notice | এইচএসসি ২০২৫ ফরম ফিলাপ

ফরম ফিলাপ কার্যক্রম শেষ করে জানা যাবে তাদের কত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং তাদের জন্য প্রশ্নপত্র তৈরি

এবং প্রণয়নের কাজ শুরু করা হবে। খুব দ্রুততার সহিত সে বিষয়গুলো সম্পন্ন করে পরীক্ষা আয়োজন করার ব্যাপারে তারা কাজ করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে কর্মকর্তারা জানান ২০২৫ সালে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে কোন প্রকার সমস্যা হবে না।

ইতিমধ্যে শোনা যাচ্ছে এইচএসসি ২০২৫ পরীক্ষার রুটিন পিছিয়ে যাবে, এমনকি পরীক্ষা বিভিন্ন সমস্যা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে কর্মকর্তারা

বলেন ওই সময় পরিবেশ কেমন হবে তা এখন বলা যাচ্ছে না। যদি কোন কারণে রুটিন পরিবর্তন হয়, তা জানানো হবে।

আরও পড়ুনঃ এইচএসসি রুটিন ২০২৫ | HSC Routine 2025 PDF

তাছাড়া অনেক আগেই পরীক্ষা প্রকাশ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারে। যদি দুই একটি অনেক অনাকাঙ্খিত

ঘটনার কারণে পরীক্ষার রুটিন পরিবর্তন করতে হয়। সে বিষয়টি অবশ্যই পরিবর্তন স্বাভাবিক ব্যাপার। তবে শিক্ষার্থীদেরকে তা জানিয়ে দেয়া হবে সঠিক সময়ের মধ্যে।

Leave a Reply