এইচএসসি পরীক্ষা – HSC Exam সকল বিষয়ে পাশ নম্বর সম্পর্কে আজকে আমরা জানাবো। অনেক শিক্ষার্থী তোমরা কোন বিষয়ে কত নম্বরে পাশ জানো না।
তোমাদের সকলেরই উচিত পরীক্ষার আগেই এই বিষয়গুলো সম্পর্কে জানা। যাতে করে পরীক্ষার সময় খেয়াল থাকে পরীক্ষার বিষয়ে এত নম্বর অন্ততপক্ষে পেতেই হবে।
আরও পড়ুনঃ ১ টি Paragraph দিয়ে সকল Paragraph লেখার নিয়ম
কারণ কত নম্বর পেলে HSC Exam পাস করবা তা পরীক্ষার পরে জেনে কোন লাভ নেই। তখন তো পরীক্ষা হয়ে যাবে। আজকে এখান থেকে জেনে নাও তোমার কোন বিষয়ে কত নম্বরে পাশ।
HSC Exam সকল বিষয়কে সর্বমোট পাঁচটি ভাবে পাশ নম্বর আলাদা করা যায়, আমরা সেগুলো আলাদা ভাবে তোমাদেরকে দেখাচ্ছি।
বাংলার ক্ষেত্রে পাশ নম্বর
- বাংলা ১ম পত্র
- বাংলা ২য় পত্র
- বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র খুব ব্যতিক্রম উপায়ে পাশ নম্বর নির্ধারণ করা হয়
- বাংলা প্রথম পত্র সৃজনশীল ৭০ নম্বরের পরীক্ষায় ২৩ নম্বর পেতে হবে পাশ করার জন্য
- বাংলা প্রথম পত্র 30 নম্বরে বহুনির্বাচনি পরীক্ষায় ১০ নম্বর পেতে পাস করার জন্য
- বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় 100 নম্বরের মধ্যে সর্বমোট ৩৩ নম্বর পেলে শিক্ষার্থী পাস করবে
- বাংলা প্রথম পত্রের সৃজনশীল ও নৈব্যক্তিকে আলাদা পাস করতে হবে
- বাংলা দ্বিতীয় পত্রে বহুনির্বাচনী লিখিত অংশে আলাদাভাবে পাশ করতে হবে
ইংরেজি ক্ষেত্রে পাশ নম্বর
- ইংরেজি ১ম পত্র
- ইংরেজি ২য় পত্র
- সবচেয়ে সহজ হচ্ছে ইংরেজিতে পাস করা
- ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সর্বমোট ২০০ নম্বরে ৬৬ নম্বর পেলেই পাস
- কোন একটি বিষয়ে নম্বর কম পেলে অন্য বিষয় থেকে পূরণ করে পাশ নম্বর নির্ধারণ করা হবে
ICT ক্ষেত্রে পাশ নম্বর
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পূর্ণ আলাদা নিয়ম পাস
- তথ্য যোগাযোগ প্রযুক্তির কোন প্রথম ও দ্বিতীয় পত্র নেই
- সৃজনশীল ৫০ নম্বরে ১৬ নম্বর পেতে হবে পাস করার জন্য
- বহুনির্বাচনী 25 নম্বরে আট নম্বর পেতে পাস করার জন্য
- ব্যবহারিক ২৫ নম্বরে ৮ নম্বর পেতে পাস করার জন্য
ব্যবহারিক বিষয় পাশ নম্বর
- পদার্থ বিজ্ঞান ১ম – ২য়
- রসায়ন ১ম – ২য়
- জীব বিজ্ঞান ১ম – ২য়
- উচ্চতর গণিত ১ম – ২য়
- ভূগোল ১ম – ২য়
- কৃষি শিক্ষা ১ম – ২য়
- পরিসংখ্যান ১ম – ২য়
- মনোবিজ্ঞান ১ম – ২য়
- মৃত্তিকা বিজ্ঞান ১ম – ২য়
- উপরের উল্লেখিত প্রতিটি বিষয়ে ব্যবহারিক পরীক্ষা হবে
- তাই এখানে পাশ নম্বর তিন ভাগে বিভক্ত করা হয়েছে
- তবে প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে পাশ নম্বর নির্ধারণ করা হবে
- উপরের উল্লেখিত যেকোনো বিষয়ে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র সৃজনশীল ১০০ নম্বরে পরীক্ষায় সর্বমোট ৩৩ নম্বর পেলে পাশ
- উপরের উল্লেখিত যেকোনো বিষয়ে বহুনির্বাচনী ৫০ নম্বরে পরীক্ষায় সর্বমোট 16 নম্বর পেলে পাশ
ব্যবহারিক নেই এমন বিষয় পাশ নম্বর
- হিসাববিজ্ঞান ১ম – ২য়
- উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম – ২য়
- ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ১ম – ২য়
- ফিন্যান্স ও ব্যাংকিং ১ম – ২য়
- সমাজবিজ্ঞান ১ম – ২য়
- সমাজকর্ম ১ম – ২য়
- ইসলাম শিক্ষা ১ম – ২য়
- গার্হস্থ্য বিজ্ঞান ১ম – ২য়
- পৌরনীতি ও সুশাসন ১ম – ২য়
- অর্থনীতি ১ম – ২য়
- ইতিহাস ১ম – ২য়
- ইসলামী ইতিহাস ও সংস্কৃতি ১ম – ২য়
- যুক্তিবিদ্যা ১ম – ২য়
- উপরের উল্লেখিত কোন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা হয় না
- উপরে উল্লেখিত সকল বিষয় সৃজনশীল এবং নৈবিত্তিক পরীক্ষা হয়
- তবে প্রথম ও দ্বিতীয় পত্র মিলিত করে পাশ নম্বর নির্ধারণ করা হবে
- উপরের উল্লেখিত যেকোনো বিষয়ে প্রথম পত্র দ্বিতীয় পত্র সৃজনশীল অংশ মিলিয়ে সর্বমোট ১৪০ নম্বরের মধ্যে ৪৬ নম্বর পেতে পাস করার জন্য
- উপরের উল্লেখিত যে কোন বিষয়ে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বহুনির্বাচনি অংশ মিলিয়ে ৬০ নম্বরের মধ্যে ২০ নম্বর পেতে হবে পাশ করার জন্য
মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে সকল তথ্য পেতে যুক্ত থাকুন Shovon Study সাথে।
Phy 1st mcq te paisi 9-10 and phy 2nd mcq te paisi ,1st and 2nd =16-17,
ami mcq te pass korbo? vhai ektu bolen nah
ব্যবহারিক কোন সাবজেক্টে যেমন পদার্থবিজ্ঞানেরদুই পত্রের mcq তে মিলিয়ে কি পাস?? একপেপারের mcq ১৪ অন্য পেপারে ২ এরকম পেলে কি পাস হবে? আমাকে একটু তাড়াতাড়ি জানাবেন ।