এইচএসসি পরীক্ষা ২০২৪ শিক্ষার্থীদের জন্য আমরা প্রতিটি গ্রুপের জন্য আলাদা আলাদা HSC Routine 2024 তৈরি করেছি। যেখান থেকে শিক্ষার্থীরা রুটিন গুলো সাজানো আকারে দেখতে পারবে।
অনেক শিক্ষার্থীর রুটিন এলোমেলো হওয়ার কারণে বারবার সময় নষ্ট করে তারা পরীক্ষার সাব্জেক্ট গুলো খুঁজে বের করে।
আরও পড়ুনঃ যেখানে এইচএসসি ২০২৪ স্থগিত হবে ? যা বলল শিক্ষামন্ত্রী
কিন্তু আমরা এখানে ধারাবাহিকভাবে সকল রুটিন গুলো তুলে ধরছি, যেখান থেকে শিক্ষার্থী জানতে পারবে তার কবে কোন বিষয়ে পরীক্ষা
এবং পরীক্ষার সময় কখন। মূলত পরীক্ষার রুটিন এ প্রায় ৭০ টির উপরে সাবজেক্ট অন্তর্ভুক্ত করে রুটিন তৈরি করা হয়েছে।
যেখানে অনেক শিক্ষার্থী দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় তার পরীক্ষা কবে হবে এবং অনেক সময় তার ভুল তথ্যের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়।
এই জায়গায় আমরা রুটিন গুলো তুলে ধরছি, যেখান থেকে শিক্ষার্থী একবার রুটিন মূল রুটিনের সাথে মিলিয়ে দেখতে পারে।
যাতে করে শিক্ষার্থী সকল তথ্যগুলো আরো একবার যাচাই বাছাই করে নিলো। আমাদের রুটিন গুলো তৈরি করা হয়েছে
শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত HSC Routine 2024 অনুযায়ী, যা এর আগেই প্রকাশ করা হয়েছিল। আগামী ৩০ জুন তাদের বাংলা প্রথম পত্র
বিষয় মাধ্যমে অনুষ্ঠানিকভাবে পরীক্ষা শুরু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সারাদেশে 14 লক্ষ 50 হাজারের উপরে শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে,
শিক্ষা বোর্ডের অধীনে আমরা এখানে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা বিভাগের আলাদা আলাদা রুটিন তুলে ধরছে।
শিক্ষার্থীরা যার যা রুটিন রয়েছে তা ডাউনলোড করে নিতে পারবে অথবা স্ক্রিনশট নিয়ে ব্যবহার করতে পারবে।





My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.
2 thoughts on “HSC Routine 2024 All Group All Subject”