Shovon Study

Education News Website

HSC Scholarship 2023 Result All Board

শিক্ষা মন্ত্রণালয় থেকে সকল শিক্ষা বোর্ড গুলোকে নির্দেশনা প্রদান করেছিল তারা যেন Scholarship ফলাফল প্রকাশ করে। ইতিমধ্যে HSC Scholarship ফলাফল প্রকাশ করেছে সকল শিক্ষা বোর্ড।

যেখানে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি এবং সাধারণ বৃত্তি বন্টন করা হয়েছে।

10500 শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি প্রদান করা হবে। জিপিএ ৩ পয়েন্ট থেকে শুরু করে জিপিএ ৫ পয়েন্ট পর্যন্ত শিক্ষার্থীর এখানে টাকা পাবে।

তাই অবশ্যই HSC Scholarship ফলাফল সকল শিক্ষার্থী দেখা উচিত। প্রতিটি শিক্ষা বোর্ড আলাদা আলাদা ভাবে HSC Scholarship ফলাফল প্রকাশ করেছে।

যেখানে দেখা গেছে মেধাবৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা মাসিক ৮২৫ টাকা করে পাবে এবং বছরে তাদেরকে আরো ১৮০০ টাকা প্রদান করা হবে।

সাধারন বৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে প্রতি মাসে ৩৭৫ টাকা প্রদান করা হবে এবং বছরে তাদেরকে আরো ৭৫০ টাকা প্রদান করা হবে।

বৃত্তির মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে তিন বছর থেকে 5 বছর অর্থাৎ শিক্ষার্থী যতদিন বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করবে

ততদিন তার মাঝে এই টাকা প্রদান করা হবে। যে সকল শিক্ষার্থীর HSC Scholarship পাবে তাদেরকে ভর্তি হওয়ার ৭ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কাছে তার ব্যাংক অ্যাকাউন্টসহ

যাবতীয় তথ্য দিতে হবে এর পরবর্তীতে সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠালে শিক্ষা মন্ত্রণালয় বৃত্তির ফলাফল ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দিবে।

যে সকল শিক্ষা বোর্ড HSC Scholarship ফলাফল প্রকাশ করেছে তা আমরা নিচে তুলে ধরছিঃ

  1. ঢাকা শিক্ষা বোর্ড – রেজাল্ট দেখুন
  2. কুমিল্লা শিক্ষা বোর্ড – রেজাল্ট দেখুন
  3. দিনাজপুর শিক্ষা বোর্ড – রেজাল্ট দেখুন
  4. বরিশাল শিক্ষা বোর্ড – রেজাল্ট দেখুন
  5. রাজশাহী শিক্ষা বোর্ড – রেজাল্ট দেখুন
  6. যশোর শিক্ষা বোর্ড – রেজাল্ট দেখুন
  7. সিলেট শিক্ষা বোর্ড – রেজাল্ট দেখুন
  8. চট্টগ্রাম শিক্ষা বোর্ড – রেজাল্ট দেখুন
  9. ময়মনসিংহ শিক্ষা বোর্ড – রেজাল্ট দেখুন
  10. মাদ্রাসা শিক্ষা বোর্ড – রেজাল্ট দেখুন
  11. কারিগরি শিক্ষা বোর্ড – রেজাল্ট দেখুন

বৃত্তির তালিকা যে সকল শিক্ষার্থীর নাম রয়েছে তারা নিজেদের নাম রোল নাম্বার এবং কলেজের নাম খুঁজে পাবে এবং তাদের পরীক্ষা কেন্দ্র খুঁজে পাবে,

এভাবে শিক্ষার্থীরা নিজেদেরকে খুঁজে বের করবে। যে সকল শিক্ষার্থীর নাম থাকবে তাদের মূলত বৃত্তি প্রদান করা হবে।

এখানে কোন ধরনের আবেদন গ্রহণ করা হয়নি সরাসরি তাদের রেজাল্টের উপর ভিত্তি করে ভিত্তি প্রদান করা হচ্ছে।

7 comments
HSC Scholarship Result 2023 Mymensingh Board - Shovon Study

[…] সকল বোর্ড বৃত্তি ফলাফল দেখুন […]

Sajjad

ভাই,cumilla board er ta dila ভাই video diyen

Sohel Rana

Vaia…Dinajpur board er result kivabe dekhbo…?

Rakibul

ভাইয়া কারিগরি শিক্ষা বোর্ডের তো এখন ও দেয় নাই।

Tasniya Rupa

Madrasa bord day nai?

Tonni

Hsc ২৪ বেইজ থেকে বলছি
সাধারণ বৃত্তি আর মেধা বৃত্তি পেতে হলে কত নম্বর পেতে হবে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *