MCQ কত নম্বরে পাশ ? কিভাবে দেখবে MCQ ?

শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি পরীক্ষা বর্তমানে আয়োজন করছেন। এসএসসি পরীক্ষা বহুনির্বাচনী MCQ কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাস করবে তা অনেকে জানে না।

তাদেরকে আজকে আমরা MCQ বিষয় সম্পর্কে জানাবো। তাছাড়া কিভাবে MCQ উত্তরপত্র দেখা হবে সে নিয়ম জানিয়ে দিব।

MCQ উত্তর পত্র কিভাবে দেখা হয়?

mcq উত্তরপত্র দেখা হয় মূলত কম্পিউটার মেশিনের মাধ্যমে। এখানে শিক্ষকের তেমন কোন কাজ নেই। শিক্ষা বোর্ড এমসিকিউ উত্তরপত্র সংগ্রহ করে

এবং কম্পিউটার মেশিনের মাধ্যমে তা মূল্যায়ন করা হয় এবং সফটওয়্যার এর মাধ্যমে উত্তরপত্র সেখানে ইনপুট করা হয় এবং আউটপুটে দেখা যায় শিক্ষার্থীর কতগুলো উত্তর হয়েছে।

তাই অবশ্যই এখানে শিক্ষকদের কোন কাজ নেই, শিক্ষার্থীরা যতটুকু লিখবে ঠিক ততটুকু নম্বরই শিক্ষার্থীরা পাবে।

MCQ কত নম্বর পেলে পাস ?

মূলত দুই ভাবে পরীক্ষা আয়োজন করা হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। যেখানে ২৫ বহুনির্বাচনী পরীক্ষা হয়,

আবার ৩০ বহু নির্বাচনী পরীক্ষা আয়োজন করা হয়।বাংলায় গণিত সহ কয়েকটি বিষয় ৩০ টি বহুনির্বাচনী পরীক্ষা আয়োজন করা হয়।

যেখানে পাস করার জন্য শিক্ষার্থীদের ১০ নম্বর দরকার হবে অর্থাৎ দশটি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সঠিক দিতে হবে।

অন্যদিকে যেখানে ২৫ টি বহুনির্বাচনী প্রশ্নের পরীক্ষা হয় সেখানে পাস করার জন্য শিক্ষাদের আট নম্বর দরকার হবে অর্থাৎ সেখানে শিক্ষার্থীর আটটি প্রশ্ন হলে তাকে পাস করে দেওয়া হবে।

উত্তরপত্র দেখা হয় কম্পিউটার মেশিনের মাধ্যমে। তাই এখানে অতিরিক্ত এক বা দুই নম্বর বাড়িয়ে দেয়ার কোন সুযোগ নেই।

শিক্ষার্থীরা যেভাবে লিখবে ঠিক সেভাবেই নম্বর পাবে, অতিরিক্ত কোন কিছুই তারা তাদেরকে প্রদান করা হবে না।

4 thoughts on “MCQ কত নম্বরে পাশ ? কিভাবে দেখবে MCQ ?”

Leave a Reply