বাংলাদেশ নার্সিং ও মিডওফোরিক কাউন্সিল নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। যেখানে জানা গেছে নার্সিং ভর্তি পরীক্ষা কবে আয়োজন করবে।
মূলত তিনটি ধাপে আলাদা আলাদা ভাবে নার্সিং ভর্তি পরীক্ষার মানবন্টন এবং বিষয়গুলো জানানো হয়েছে। আমরা সকল বিষয়ে এখানে উপস্থাপন করছি।
নার্সিং ভর্তি বিভিন্ন কোর্স
নার্সিং ভর্তি পরীক্ষার বিভিন্ন কোর্সের বিভক্ত করা হয়েছে। মূলত তিনটি আলাদা আলাদা করছে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে।
- সাইন্স ইন নার্সিং- ০৪ বছর মেয়াদী
- ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি – ০৩ বছর মেয়াদী
- ডিপ্লোমা ইন মিডওয়াইফারি- ০৩ বছর মেয়াদী
আরও পড়ুনঃ সরকারি নার্সিং প্রতিষ্ঠান ও আসন সংখ্যা সকল নার্সিং কলেজের তালিকা
২০২৫ সালের নার্সিং ভর্তি আবেদন যোগ্যতা
- এসএসসি পরীক্ষা ২০২০-২০২১ অথবা ২০২২ সালে উত্তীর্ণ হতে হবে।
- এইচএসসি পরীক্ষার ২০২২- ২০২৩ এবং ২০২৪ সালে উত্তীর্ণ হতে হবে
- তবে এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনভাবে তিন বছরের অধিক হওয়া যাবে না
আসন বন্টন
সাইন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি সরকারি প্রতিষ্ঠানগুলোতে ১০% পুরুষ প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ২০% পুরুষ প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সবই মেয়েদেরকে ভর্তি করানো হবে।
আবেদনের ন্যূনতম পয়েন্ট
সাইন্স ইন নার্সিং – সাইন্স ইন নার্সিং ক্ষেত্রে আবেদন করার জন্য এসএসসি ও এইচএসসি উভয় মিলিয়ে ৭ থাকতে হবে
এবং সর্বনিম্ন জিপিএ ৩ নিচে থাকলে আবেদন করতে পারবে না ।তবে এসএসসি পরীক্ষা জীববিজ্ঞানের 2.5 থাকতে হবে।
ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের যোগ্যতা ন্যূনতম যোগ্যতাঃ
নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ অনুজায়ি এসএসসি ও এইচএসসি দুইটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাকে সর্বমোট 6 নম্বর থাকতে হবে। তবে কোন একটি নির্দিষ্ট পরীক্ষার 2.50 নিচে থাকা যাবে না।
ভর্তি পরীক্ষার মানবন্টন
সাইন্স ইন নার্সিং
বাংলা | 20 |
ইংরেজি | 20 |
গণিত | 10 |
বিজ্ঞান ( জীব বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন ) | 40 |
সাধারণ জ্ঞান | 10 |
ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি
বাংলা | 20 |
ইংরেজি | 20 |
সাধারণ গণিত | 10 |
সাধারণ বিজ্ঞান | 30 |
সাধারণ জ্ঞান | 20 |
মোট পরীক্ষার নম্বর ও পাশ নম্বর:
সর্বমোট পরীক্ষা আয়োজন করা হবে 150 নম্বরে যেখানে এমসিকিউ ১০০ নম্বরে পরীক্ষা হবে এবং 50 নম্বর আসবে শিক্ষার্থীর
এসএসসি ও এইচএসসি জিপি এর মাধ্যমে. শিক্ষার্থী এসএসসি ও এসএসসিতে সর্বোচ্চ যত জিপিএ পেয়েছে তাকে 5 গুন তার মোট জিপি নির্ধারণ করা হবে।
পাশ নম্বরের ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষার্থীরা ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার ৪০ নম্বর পেলে উত্তীর্ণ হবে এবং এই মর্মে শিক্ষার্থী
যে কোন বেসরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তবে সরকারি কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করা আবশ্যক।
ভর্তি পরীক্ষার ফি
- বিএসসি নার্সিং কোর্সে ৭০০ টাকা
- ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ৫০০ টাকা
- আবেদন ফী জমা দিতে হবে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে
- অনলাইনে আবেদন ফী জমা হলেই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে
ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শুরু | ১৩ ফেব্রুয়ারি ২০২৫ |
অনলাইন আবেদন শেষ | ১২ই মার্চ ২০২৫ |
ফি জমা দেওয়ার শেষ তারিখ | ১৩ মার্চ ২০২৫ |
অনলাইন প্রবেশপত্র ডাউনলোড | ১৫ এপ্রিল ২০২৫ |
ভর্তি পরীক্ষার তারিখ | ২৫ এপ্রিল ২০২৫ |

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.