শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে।
সর্বশেষ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন শিক্ষা উপদেষ্টা জানিয়েছে প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হচ্ছে।
মঙ্গলবার 13 আগস্ট মন্ত্রণালয় একটি নির্দেশনার মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত করা হয়। যেখানে বলা হয়েছে
আন্দোলনের পরিপ্রেক্ষিতে বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক বিদ্যালয় খুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ
- HSC Exam 2024 New Routine Published
- এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের বিপদে ফেলেছে কারা ?
- ট্রাফিক সনদ পাচ্ছে দায়িত্বে থাকা শিক্ষার্থী
যেখানে বলা হয়েছে জেলা উপজেলা পর্যায়ে কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় সকল নির্দেশনা তারা প্রদান করেছেন।
এক্ষেত্রে আগামী বুধবার থেকে সারাদেশে খুলে যাচ্ছে প্রাথমিক গণ শিক্ষা কার্যক্রম। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী কয়েক
কোটি শিক্ষার্থী অপেক্ষা করছিল এই সিদ্ধান্তের। কারণ এখন পর্যন্ত ঠিকভাবে তারা শিক্ষা পরিবেশ ফিরে পায়নি,
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং শিক্ষার্থীদের কার্যক্রম শুরু হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের
অধীনে সব প্রাথমিক স্কুল শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক স্কুল ও উপনিবেশিক শিক্ষা ব্যুরো লার্নিং
সেন্টার গুলো পুরোদমে শ্রেণী ক্লাস কার্যক্রম চালু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা অনুরোধ করা হলো।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষক উপদেষ্টা ডঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন ছাত্র ও জনগণের
যে বৈষম্য সমাজ বাস্তবায়নের কাজ করবে, সরকার প্রাথমিক শিক্ষার যেকোনো দেশের জাতীয় উন্নয়নের দুঃখজনকভাবে আমাদের দেশের সেভাবে গুরুত্ব পায় না,
যা পাওয়ার কথা ছিল আমরা চেষ্টা করব। এখানেও বৈষম্য দূর করার এবং শিক্ষার্থী ও শিক্ষকদেরকে উপযুক্ত করে তৈরি করার।
Leave a Reply