Shovon Study

Education News Website

SSC 2024 Board Challenge Result All Board

গত ১২ই মে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। ১৩ মে থেকে শিক্ষার্থীরা SSC 2024 Board Challenge আবেদন করেছে। এখন বোর্ডের আবেদনের SSC 2024 Board Challenge Result প্রকাশ করা হবে।

আজকে আমরা ফলাফল এর তালিকা তুলে ধরছি, যেখান থেকে শিক্ষার্থীরা প্রতিটি বোর্ডের তালিকা দেখতে পারবে।

আরও পড়ুনঃ SSC 2024 Scholarship Result All Board

যেখানে তার ফলাফল পরিবর্তন হয়েছে কিনা সে বিষয়গুলো উল্লেখ করা থাকবে। মূলত প্রতিটি বোর্ড যে সকল শিক্ষার্থী

Board Challenge আবেদন করে সেখান থেকে যাচাই বাছাই করে যে সকল শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে তার একটি তালিকা প্রকাশ করবে।

যেখানে শিক্ষার্থী তার নিজের রোল নম্বরের মাধ্যমে নিজেকে খুঁজে বের করবেন, এবং সাবজেক্টের নাম খুঁজে পাবে।

যেখানে পূর্ববর্তী রেজাল্ট এবং বর্তমানে রেজাল্ট উল্লেখ করা থাকবে। নিচে আমরা প্রতিটি বোর্ডের তালিকা তুলে ধরছি যেখান থেকে শিক্ষার্থীরা তালিকা দেখে নিতে পারবে,

তবে যে সকল বোর্ডের তালিকা প্রকাশ করবে সেই তালিকা গুলো আমরা এখানে যুক্ত করতে পারবো। যারা তালিকাটা এখনো প্রকাশ করেনি তাদের তালিকা

আমাদের দিতে পারছি না, যখনই বোর্ড তালিকা প্রকাশ করবে সাথে সাথে আমরা এখানে সে বিষয়গুলো উল্লেখ করে দিব।

প্রতিটি তালিকা নিচে তুলে ধরা হলোঃ

এই নিয়ম ব্যতীত শিক্ষার্থীরা কিন্তু তাদের ফলাফল গুলো দেখতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে। যদি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হয় তাহলে ওয়েবসাইট ও সে বিষয়গুলো দেখা যাবে।

এক্ষেত্রে স্বাভাবিক ভাবে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল দেখবে। নিচের নিয়ম অনুসরণ করে শিক্ষার্থী তার ফলাফল দেখতে পারবে তা হলঃ

  • শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
  • পরীক্ষার নামে SSC সিলেট করতে হবে
  • পরীক্ষার সাল 2024 সিলেক্ট করতে হবে
  • পরীক্ষা বোর্ডের নাম সঠিকভাবে বসাতে হবে
  • রোল নাম্বার বসাতে হবে
  • রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে
  • দুইটি সংখ্যার যোগফল সামনে ফাঁকা করে বসাতে হবে
  • উপরের সকল তথ্য সঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করলে ফলাফল চলে আসবে

ওয়েবসাইট লিংক

ওয়েবসাইট এবং তালিকা ছাড়াও শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে তাদের পরীক্ষার ফলাফল দেখতে পারবে।

স্বাভাবিকভাবে শিক্ষার্থী যেভাবে ফলাফল দেখার জন্য এসএমএস পাঠায়, সেভাবে ফলাফল এসএমএস পাঠাবে।

যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে তার সেই রেজাল্টের আপডেটসহ এসএমএস সার্ভার থেকে পাঠানো হবে।

এসএমএস পাঠানোর নিয়ম আমরা নিচে তুলে ধরছি এই নিয়ম অনুসরণ করে যে কোন সিম থেকে এসএমএস পাঠাতে পারবে।

10 comments
jitu sarker

ভাই কারিগরি শিক্ষার রেজাল্ট কখোন দেবে❤️
Technical Board এর রেজাল্ট কখোন দেবে ?
প্লিজ দেখে বলেন ভাই।

shadat Hossain

ভাই কারিগরি শিক্ষার রেজাল্ট কখোন দেবে❤️
প্লিজ দেখে বলেন ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *