মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি পরীক্ষায় যারা Board Challenge আবেদন করেছে তাদের Board Challenge Result ফলাফল ইতিমধ্যে প্রকাশ করেছে।
আমরা প্রতিটি বোর্ডের ফলাফলের তালিকা তুলে ধরছি, এখানে শুধুমাত্র Sylhet বোর্ডের ফলাফল তুলে ধরা হলো।
আরও পড়ুনঃ সকল বোর্ডের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট এখানে
যেখান থেকে শিক্ষার্থীরা Sylhet বোর্ডের ফলাফল গুলো দেখে নিতে পারবে। Sylhet বোর্ডের সকল শিক্ষার্থী রয়েছে
তোমরা তোমাদের ফলাফল এখান থেকে দেখে নিতে পারবা। তবে এখানে শুধুমাত্র রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন
মাধ্যমে নিজেদেরকে খুঁজে বের করতে পারবা, কারণ সেভাবে Sylhet শিক্ষা বোর্ড তাদের ফলাফল প্রকাশ করেছে।
প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থীদের আবেদন করলেও সবার রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় না, যাদের রেজাল্ট পরিবর্তন হয় তাদের রেজাল্ট এখানে দেখতে পারবে।
তাছাড়া ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখা যাবে। তবে সকল বোর্ড সব সময়ের জন্য ওয়েবসাইটে রেজাল্ট আপডেট করে না,
সেখানে আপডেট করতে কিছু একটা সময় লাগে। তবে তালিকার মাধ্যমে একমাত্র খুব তাড়াতাড়ি ফলাফল দেখা যায়।
আমরা শিক্ষার্থীদের জন্য সঠিক তালিকা তুলে ধরছি এবং যে সকল বোর্ড তালিকা প্রকাশ করবে সেই তালিকা গুলো আমরা এখানে জানিয়ে দিব যাতে করে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারে।
যেখানে শিক্ষার্থীদের রোল নাম্বার এবং পূর্বে কত গ্রেড পয়েন্ট ছিল বর্তমানে কত গ্রেড পয়েন্ট আছে সে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
ফলাফল প্রকাশ হওয়ার পরবর্তীতে শিক্ষার্থীরা এখান থেকে ফলাফল দেখে নিতে পারবে, তবে কোনো কারণে যদি শিক্ষার্থীর
রোল নাম্বার এখানে না থাকে তাহলে ধারণা করে নিতে হবে তার ফলাফল পরিবর্তন হয়নি। আর কোন সুযোগ পাবে না,
সামনের বছর তাকে আবার পরীক্ষা দিতে হবে 2025 সালে এসএসসি শিক্ষার্থীদের সাথে। তবে শিক্ষার্থীরা সবসময়ের জন্য
মনে রাখবা তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছ, কোন কোন ক্ষেত্রে হয়তোবা তুমি পেরে উঠছো না।
তাই এ বিষয় নিয়ে চিন্তা করবা না, সামনে এগিয়ে যাবা এবং এই এক বছরের নিজের দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করো এবং সামনের বছরে ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা রাখো।

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.
Good