SSC 2026 পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো। তোমাদের বাংলা প্রথম পত্র সম্পূর্ণ ভিন্ন নিয়মে পরীক্ষা হবে। তাই তোমাদের উচিত সিলেবাস এবং মানবন্টন বুঝে নেওয়া।
আজকে আমরা সিলেবাস এবং মানবন্টন নিয়ে বিস্তারিত আলোচনা করব, অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা
বাংলার মানবন্টন বুঝতে পারছো না। কারণ এর আগে এভাবে কোন সময় মানবন্টন পরীক্ষা হয়নি।
আরও পড়ুনঃ
- SSC 2026 Bangla 1st Paper Short Syllabus – Mark Distribution
- SSC 2026 Math Short Syllabus – Mark Distribution
- SSC 2026 Bangla 2nd Paper Short Syllabus – Mark Distribution
নতুন নিয়মের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে। চলো তোমাদেরকে আমরা মানবন্টন দেখিয়ে দেয় এবং তোমাদের
সংক্ষিপ্ত সিলেবাস নিয়েও কোন কোন অধ্যায় নিয়ে যুক্ত করা হয়েছে, সিলেবাসে সে বিষয়গুলো জানিয়ে দিচ্ছি।
SSC 2026 বাংলা প্রথম পত্র মানবন্টন
সৃজনশীল প্রশ্ন
- গদ্য থেকে চারটি প্রশ্ন আসবে
- কবিতা থেকে চারটি প্রশ্ন আসবে
- সর্বমোট আটটি প্রশ্ন করা হবে
- গদ্য থেকে ন্যূনতম দুইটি
- কবিতা থেকে নূন্যতম দুইটি
- মিলে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে
- প্রশ্নের জন্য নম্বর থাকবে 10 করে
- গদ্য এবং কবিতা থেকে দুইটি করে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং বাকি একটি প্রশ্ন উত্তর যে কোন জায়গা থেকে দেওয়া যাবে
বর্ণনামূলক প্রশ্ন
- সহপাঠ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে
- যে কোন দুটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে
- প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের দুইটি অংশ থাকবে
- ক অংশের মান থাকবে তিন নম্বর
- খ অংশের জন্য ৭ নম্বর
বহুনির্বাচনী প্রশ্ন
- মোট ৩০ টি বহুনির্বাচনের প্রশ্ন থাকবে
- গদ্য থেকে ১৫ টি প্রশ্ন
- কবিতা থেকে ১৫টি প্রশ্ন
- সবগুলো উত্তর দিতে হবে
এসএসসি ২০২৬ বাংলা প্রথম পত্র সিলেবাস
গদ্য যে সকল অধ্যায় সিলেবাসে অন্তর্ভুক্ত
- প্রত্যুপকার
- সুভা
- বই পড়া
- আম আঁটির ভেপু
- মানুষ মোহাম্মদ সঃ
- নিমগাছ
- শিক্ষা ও মনুষত্ব
- প্রবাস বন্ধু
- একুশের গল্প
কবিতা যে সকল অধ্যায় সিলেবাসে অন্তর্ভুক্ত
- কপোতাক্ষ নদ
- জীবন বিনিময়
- ওমর ফারুক
- সেই দিন এই মাঠ বৃষ্টি
- আমি কোন অগ্নিতান্তক নই
- তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
- বোশাখ
সহপাঠ
- উপন্যাস ১৯৭১