SSC 2026 Math Short Syllabus – Mark Distribution

SSC 2026 গণিত সংক্ষিপ্ত সিলেবাস আমরা এখানে তুলে ধরছি যেখান থেকে শিক্ষার্থীরা জানতে পারবে তাদের কোন অধ্যায়গুলো গণিত সংক্ষিপ্ত সিলেবাস এর নেয়া হয়েছে।

মূলত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় আয়োজন করা হবে সম্পূর্ণ ভিন্ন নিয়মে, তাই মান বণ্টন জানা সকল শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ

গণিত পরীক্ষা মানবন্টন ২০২৬

২০২৬ সালের এসএসসি পরীক্ষার গণিত পরীক্ষার মানবন্টন নির্ধারণ করা হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে।

যেখানে প্রতিটি বিভাগ থেকে বাধ্যতামূলক প্রশ্নের উত্তর দিতে হবে, এর মধ্যে আবার সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং বহুনির্বাচনীয় রয়েছে।

আরও পড়ুনঃ SSC 2026 Short Syllabus All Subject Download Link

সৃজনশীল প্রশ্ন

  • বীজগণিত থেকে দুইটি
  • জ্যামিতি থেকে দুইটি
  • ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে দুইটি
  • পরিসংখ্যান থেকে দুইটি প্রশ্ন

পরীক্ষায় আসবে, প্রতিটি বিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। চারটি বিভাগ থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে

এবং আরেকটি প্রশ্নের উত্তর যে কোন বিভাগ থেকে দেওয়া যেতে পারে। সর্বমোট পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে।

সংক্ষিপ্ত প্রশ্ন

সম্পূর্ণ বই মিলিয়ে সর্বমোট 15 টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, যেখান থেকে শিক্ষার্থী দশটি প্রশ্নের উত্তর দিতে পারবে অর্থাৎ যে কোন দশটি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ রয়েছে।

বহু নির্বাচনী প্রশ্ন

সর্বমোট ত্রিশটি বহুনির্বাচনী প্রশ্ন আসবে এবং ৩০ টি প্রশ্নের উত্তর শিক্ষার্থীদেরকে দিতে হবে।

সংক্ষিপ্ত সিলেবাসে কোন কোন অধ্যায় রয়েছে

বীজগণিত বিভাগ

  • ২য় অধ্যায় – সেট ও ফাংশন
  • ৩য় অধ্যায় – বীজগণিতিক রাশি
  • ১১শ অধ্যায় – বীজগণিতিক অনুপাত ও সমানুপাত

জ্যামিতি বিভাগ

  • ৭ম অধ্যায় – ব্যবহারিক জ্যামিতি
  • ৮ম অধ্যায় – বৃত্ত

ত্রিকোণমিতি ও পরিমিতি বিভাগ

  • ৯ম অধ্যায় – ত্রিকোণমিতি অনুপাত
  • ১৬তম অধ্যায় – পরিমিতি

পরিসংখ্যান বিভাগ

  • ১৭ তম অধ্যায় – পরিসংখ্যান

Leave a Reply