SSC 2027 Syllabus PDF Donwload

SSC 2027 Syllabus : মাধ্যমিক পর্যায়ে ২০২৭ সালে এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই সিলেবাসের উপর তাদের পরীক্ষা আয়োজন করা হবে।

বর্তমানে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা কার্যক্রম পরিচালনা করছে। তবে অনেকে জানে না তাদের সিলেবাস এবং

নতুন মানবন্টন প্রকাশ করেছে অর্থাৎ নতুন নিয়মে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন নিয়ম বলতে অনেকেই বলতে পারে

আমাদের জন্য সবকিছুই নতুন, তবে হ্যাঁ তোমাদের জন্য সব কিছু নতুন হলেও গত কয়েক বছর যেভাবে এসএসসি পরীক্ষায় আয়োজন করা

হতো তোমাদের বেলায় হচ্ছে না। তোমাদের বেলায় নতুন করে বেশ কিছু বিষয় যুক্ত করে তারা পরীক্ষায় আয়োজন করবে।

সকল আপডেট দ্রুত পেতে আমাদের Whatsapps গ্রুপে জয়েন হোন Join Group
তোমরা এখান থেকে যে বিষয়গুলো জানতে পারবা তা হলঃ
  • এসএসসি ২০২৭ তোমাদের কি কি পড়তে হবে ?
  • এসএসসি ২০২৭ কি কি বিষয়ে প্রশ্ন আসবে ?
  • এসএসসি ২০২৭ কোন বিষয়ে কত নম্বরে প্রশ্ন আসবে ?
  • এসএসসি ২০২৭ কিভাবে উত্তর দিতে হবে ?
  • এসএসসি ২০২৭ কত নম্বরে কোন বিষয়ে পরীক্ষা হবে ?
  • এসএসসি ২০২৭ কিভাবে প্রশ্ন তৈরি করা হবে ?
  • এসএসসি ২০২৭ প্রশ্নের ফরমেট কিরকমের হবে ?
  • এসএসসি ২০২৭ নতুন কি কি যুক্ত করা হয়েছে ?
এসএসসি ২০২৭ সিলেবাস – SSC 2027 Syllabus PDF Donwload

২০২৭ সালের শিক্ষার্থীদের জন্য সিলেবাস প্রকাশ করা হয়েছে। যেখানে বাংলা ১ম পত্র বিষয়ে নতুন সিলেবাস পেয়েছে শিক্ষার্থীরা।

এছাড়া বাকি বিষয়গুলো অপরিবর্তিত থাকবে অর্থাৎ সেগুলো কোন কিছুর পরিবর্তন হবে না। তাই বাংলা বিষয় সিলেবাস শিক্ষার্থীরা বইয়ে অবশ্যই দাগিয়ে নিবে.

এই অধ্যায় গুলোই তোমাদের শুধুমাত্র পরীক্ষায় জন্য করতে হবে। এর মধ্যে পরীক্ষা প্রশ্ন আসবে এর বাইরে থেকে কোন প্রশ্ন আসবে না।

এসএসসি ২০২৭ মানবন্টন

মানবন্টন বলতে কোন বিষয়ে কত নম্বর প্রশ্ন হবে। সে বিষয়গুলো বুঝানো হয়েছে। যেখানে নতুন করে যুক্ত

করা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন নামে একটি পয়েন্ট। যেখান থেকে তোমাদের প্রত্যেকটা বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে প্রশ্ন

তোমরা পাবা। কোন কোন বিষয়ে ১০ মার্কের প্রশ্ন পাবার কোন কোন জায়গায় তোমরা ২০ নম্বরের প্রশ্ন পাব।

নিচে মানবন্টন এর তালিকা তুলে ধরা হলো যেখান থেকে তোমরা বিষয়গুলো দেখে নিতে পারবা

আরও পড়ুনঃ

Leave a Reply