ফেল করলেও কলেজে ভর্তি সুযোগ চায় এসএসসি ২০২৫ শিক্ষার্থীরা ?

এসএসসি ২০২৫ পরীক্ষায় ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ চায় শিক্ষার্থীরা, এমন শিরোনামে বেশ কয়েকটি নিউজ পত্রিকায় শিরোনাম নিউজ প্রকাশ করা হয়েছে।

কিন্তু পরবর্তীতে এই শিক্ষার্থীরা এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। বর্তমানে এসএসসি পরীক্ষা শেষ পর্যায়ে।

আরও পড়ুনঃ SSC Result 2025 Published Date – কবে রেজাল্ট দিবে ?

তারা আগামী ১৭ই মে আন্দোলন করার জন্য ইতিমধ্যে গণমাধ্যমকে জানিয়েছে। তাদের দাবিগুলো সম্পর্কে শিক্ষার্থীরা আমাদেরকে জানান –

সৃজনশীল এবং বহুনির্বাচনের মিলিয়ে পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করতে হবে এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার সিস্টেম চালু করার

জন্য আমরা আন্দোলন করবো এবং এই দাবিগুলো আমরা শিক্ষা বোর্ডের কাছে হস্তান্তর করব জন্য 17 তারিখে আন্দোলনের ডাক দিয়েছে।

রাজধানী ঢাকা সহ বিভিন্ন বোর্ডে শিক্ষার্থীরা তাদের স্মারকলিপি এবং দাবিগুলো জানাবে যাতে করে, এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তবে অকৃতকার্য হলেও কলেজে ভর্তি সুযোগ পাবে বলে এমন দাবি উঠেছে। শিক্ষার্থীরা বলেন এরকম কোন দাবি আমরা করিনি।

আরও পড়ুনঃ আন্দোলনে যাচ্ছে এসএসসি ২০২৫ শিক্ষার্থীরা: কিন্তু কেন ?

একজন শিক্ষার্থী ফেল করার পরে কলেজে ভর্তি কোন সুযোগ পাওয়ার কথা না। আমাদের রেজাল্ট প্রকাশ করার আগে বেশ

কিছু বিষয় নিয়ে দাবি ছিল, যেমন সৃজনশীল নির্বাচনের অংশ আলাদাভাবে পাশ করার বিষয় নিয়ে আমরা কথা বলেছি।

যা ২০১৭ সালের আগেও আমাদের শিক্ষাব্যবস্থার সাথে চলমান ছিল। কিন্তু পরবর্তীতে বাতিল করা হয় এবং নতুন নিয়ম চালু করা হয়।

এছাড়া সাপ্লিমেন্টারি সিস্টেম পরীক্ষা বর্তমানে বিশ্ববিদ্যালয় গুলোর ক্ষেত্রে চলমান রয়েছে। এছাড়া ভারত শ্রীলঙ্কায় সাপ্লিমেন্টারি

সিস্টেমে পরীক্ষার বিষয়ে পরীক্ষা পরীক্ষা মাধ্যমিক পর্যায়ে চলমান রয়েছে। আমরা এসব দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যেতে চাই

আরও পড়ুনঃ এসএসসি ২০২৫ খাতা দেখা নিয়ে যা বলছে শিক্ষক

এবং আমাদের দাবিগুলো পূরণ করার জন্য তাদেরকে অনুরোধ করব। তবে কোনভাবেই পরীক্ষার ফেল করার পরে পাস করার

বিষয় নিয়ে আমাদের কোন দাবি ছিল না, এই দাবি সম্পর্কে গণমাধ্যমকে কে বলেছে কারা বলেছে তা আমরা জানি না।

অন্যদিকে ঢাকা বোর্ডের বেশ কয়জন শিক্ষকদের সাথে কথা বলে তারা জানায় সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করা

এবং সৃজনশীল বহুনির্বাচনি মিলিয়ে পাস করার বিষয় নিয়ে শিক্ষার্থীরা আমাদের কাছে এসেছিল।

আমরা এই দাবিগুলো যৌক্তিক মনে করছি। শিক্ষা বোর্ডের উচিত এ বিষয় নিয়ে ভেবে দেখা যদি সম্ভব হয় এবং তা পূরণ করা।

আরও পড়ুনঃ এসএসসি ২০২৫ থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর দাবি শিক্ষার্থীদের

1 thought on “ফেল করলেও কলেজে ভর্তি সুযোগ চায় এসএসসি ২০২৫ শিক্ষার্থীরা ?”

  1. 2/1 number er jonno hajar hajar students der A+ miss hoy eta shudhu tader A+ miss e na kebol tader shopno venge jaoa, sob hard work jole jaoa, family er kache choto houa, shopno purone begroto kore deoa hoy jodi teachers ra result er somoy grace mark na dite chan… 2/1 number ki grace kora khub e omanniyo? Obosshoi naa tara jemon eta vabe ekta student fail korbe tai tader pass mark grace kora hoy temni tader etao vaba uchit 2/1 er jonno A+ na uthle ekta valo student er shopno venge jacche… Ekta student er jibone PASS ar A+ onek kichui matter kore onek kichui joriye thake kintu 2/1 er jonno A+ miss giyeche er cheye boro regret ar kichui hoyna… Tai teachers der kindly amra etao janate chai je tara jate ekta student er shopno ke bachate ei sohayota koren…

    Reply

Leave a Reply