এসএসসি পরীক্ষায় বাংলা বিষয় কিভাবে পাস নির্ধারণ করা হবে ? বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ভূমিকা কি হবে তা নিয়ে আলোচনা করা হবে।
বর্তমানে শিক্ষার্থীরা অনেক চিন্তার মধ্যে রয়েছে তাদের বাংলা নিয়ে। মূলত বাংলা প্রথম পত্র পরীক্ষা হওয়ার পরবর্তীতে অনেক শিক্ষার্থী মনে করছে
কিভাবে তার পাশ নির্ধারণ করা হবে। আজকে আমরা দেখিয়ে দিচ্ছি বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র পাশ নম্বরের সম্পন্ন বিষয়টি।
আরও পড়ুনঃ SSC 2025 Bangla 1st Paper MCQ Answer All Board
বাংলা প্রথম পত্র পাশ নম্বরঃ
- বাংলা প্রথম পত্র পরীক্ষা আয়োজন করা হয় দুইটি ভাগে বিভক্ত করে
- সৃজনশীল পরীক্ষা হওয়ার ৭০ নম্বরে
- বহুনির্বাচনী পরীক্ষা আয়োজন করা হয় ৩০ নম্বরে
- সৃজনশীল ৭০ নম্বরের ২৩ নম্বর পেতে হবে পাশ করার জন্য
- বহুনির্বাচনী 30 নম্বরে ১০ নম্বর পেতে হয় পাশ করার জন্য
- আলাদা আলাদা ভাবে 23 এবং 10 নম্বর পেতে হবে
বাংলা দ্বিতীয় পত্র পাশ নম্বরঃ
- বাংলা দ্বিতীয় পত্র নির্মিত অংশ এবং বহুনির্বাচনী অংশ মিলিয়ে ১০০ নম্বরে পরীক্ষা আয়োজন করা হয়
- নির্মিত অংশ ৭০ নম্বর ২৩ নম্বর পেতে হবে পাশ করার জন্য
- বহুনির্বাচনের অংশে 30 নম্বরের ১০ নম্বর পেতে হবে পাশ করার জন্য
- অবশ্যই আলাদা আলাদা ভাবে ২৩ এবং ১০ নম্বর পেতে হবে পাস করার জন্য
এসএসসি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে পাসঃ
১ম পত্র যদি শিক্ষার্থী কোন নাম্বার কম পায়, তাহলে দ্বিতীয় পত্রের মাধ্যমে সেটা পূরণ করে শিক্ষার্থী পাস করতে পারে।
তবে এখানে শুধুমাত্র সৃজনশীল সৃজনশীল এবং বহুনির্বাচনী বহুনির্বাচনী মিলিত হবে।
উদাহরণস্বরূপ – শিক্ষার্থী বাংলা প্রথম পত্রে বহুনির্বাচনের কম নম্বর পেলে দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী বেশি নম্বর পেলে দুইটি মিলিয়ে পাশ নম্বর নির্ধারণ করা হবে।
দুইটি বিষয়ে বহুনির্বাচনি মিলিয়ে সর্বমোট ৬০ নম্বর এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে। সেখানে যদি শিক্ষার্থী ২০ নম্বর পায় তাহলে বহুনির্বাচনের অংশে শিক্ষার্থীকে পাস দেওয়া হবে।
একইভাবে সৃজনশীল এর ক্ষেত্রেও প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সৃজনশীল নির্মিত অংশ মিলিয়ে সর্বমোট 140 নম্বর পরীক্ষা আয়োজন করা হবে।
এখানে যদি শিক্ষার্থীর সর্বমোট ১৪০ নম্বরের মধ্যে ৪৬ নম্বর অর্জন করতে পারে তাহলে তাকে পাস দেওয়া হবে।
সকল আপডেট পেতে আমাদের WhatApps Channel এ যুক্ত হতে পারেন – | জয়েন লিংক |

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.
ভাইয়া আমি বহুর্নিবাচনি ও সৃজনশীল দুই টাইতে কম নম্বর পাইছি,, ২য় পত্রতে বেশি পেলে কি পাশ করতে পারবো ভাইয়া প্লিজ রিপেলে দিবেন❤️❤️
হ্যা পাবে