এসএসসি পরীক্ষায় বহিষ্কার হয়েছে কত জন ? কি হবে তাদের ভাগ্যে ?

চলতি বছর এসএসসি পরীক্ষা সুরু হয়েছে গত ১০ এপ্রিল বাংলা কম পত্র বিষয় এর মাধ্যমে। ১১ টি শিক্ষা বরদ এই পরিক্ষা আয়োজন করে।

বিভিন্ন কারনে এই বছর অনেক শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এছাড়া অনেক শিক্ষক বহিষ্কার হয়েছে এই পরীক্ষা কেন্দ্র করে।

আরও পড়ুনঃ SSC Result 2025 Published Date – কবে রেজাল্ট দিবে ?

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা। ইতিমধ্যে সকল বিষয় লিখিত পরীক্ষা আয়োজন শেষ।

পরীক্ষার সময় অনেক শিক্ষার্থী অসৎ উপায় অবলম্বন করার কারনে বহিষ্কার হয়েছে। যার মধ্যে সব চেয়ে বেশি

শিক্ষার্থী বহিষ্কার হয়েছে ইংরেজি ২য় পত্র পরীক্ষার দিন। নকল, প্রশ্ন ফাস, দেখাদেখি ও নিওম না মানার কারনে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।

৯ টি সাধারন শিক্ষা বোর্ড ও কারিগরি মাদ্রাসা বোর্ড মিলিয়ে পরীক্ষা আয়োজন করে হয়ে। যেখানে ১৯ লাখের অধিক শিক্ষার্থী পরীক্ষা অংশ নেয়।

আরও পড়ুনঃ আন্দোলনে যাচ্ছে এসএসসি ২০২৫ শিক্ষার্থীরা: কিন্তু কেন ?

যার মধ্যে ৪৮৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিভিন্ন কারনে। এছাড়া দায়িত্বে অবহেলা ও অন্যায় কাজে যুক্ত থাকার কারণে অনেক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারকৃত শিক্ষার্থীরা চলতি বছর এসএসসি পরীক্ষায় পাস করবে না। তাদের ২০২৬ সালে এস এস সি পরীক্ষায় আবার অংশগ্রহণ করতে হবে।

নিচে তালিকায় দেখা যাবে এসএসসি পরীক্ষায় কোন তারিখে কত শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।

10 April22 শিক্ষার্থী
15 April83 শিক্ষার্থী
17 April93 শিক্ষার্থী
21 April75 শিক্ষার্থী
22 April14 শিক্ষার্থী
23 April32 শিক্ষার্থী
24 April10 শিক্ষার্থী
27 April41 শিক্ষার্থী
29 April33 শিক্ষার্থী
30 April14 শিক্ষার্থী
04 May29 শিক্ষার্থী
06 May 17 শিক্ষার্থী
07 May0 শিক্ষার্থী
08 May13 শিক্ষার্থী
13 May08 শিক্ষার্থী

Leave a Reply