এসএসসি ২০২৫ পিছিয়ে মে মাসে আয়োজন করার দাবি

এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের বড় একটি অংশ দাবি করছে এসএসসি পরীক্ষার পিছিয়ে নেয়া হোক। পরীক্ষা পিছিয়ে নেওয়া হবে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কর্মকর্তাদের কাছে।

চলতি বছরে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র বিষয়ের মাধ্যমে অনুষ্ঠানিকভাবে এ বছরের পরীক্ষা শুরু করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি পরীক্ষার রুটিন একবার পরিবর্তন করেছে। যেখানে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার পিছিয়ে সবার শেষে নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ এসএসসি ২০২৫ বর্জনের হুমকি

অন্যদিকে চট্টগ্রাম বোর্ড আবার পরীক্ষার রুটিন দ্বিতীয় দফা পরিবর্তন করে এবং সেখানে গণিত পরীক্ষায় সবার শেষে আয়োজন করার কথা বলা হয়েছে।

বর্তমানে শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা বাংলা দ্বিতীয় পত্র বিষয়টি নিশ্চিত ভাবে জানলেও ইংরেজি গণিত পরীক্ষা কবে হবে সে বিষয়টি এখনো জানেনা।

অন্যদিকে পরীক্ষা একেবারে পিছিয়ে মে অথবা জুন মাসে নেওয়ার দাবি জানিয়েছে একটি অংশ। তারা বলছে রমজান মাসে পরীক্ষা প্রস্তুতি ভালোভাবে নেওয়া যাচ্ছে না।

তাই শিক্ষা মন্ত্রণালয়ের উচিত পরীক্ষা পিছিয়ে মে মাসে নেওয়াও। কারণ রমজান মাসে পরীক্ষা প্রস্তুতি ভালোভাবে নেওয়া যাচ্ছে না এবং রুটিন পরিবর্তন শিক্ষার্থীদের মানসিক অবস্থার অবনতি হয়েছে।

সকল আপডেট পেতে আমাদের WhatApps Channel এ যুক্ত হতে পারেন – জয়েন লিংক

এই অবস্থায় রুটির একেবারে বাতিল করে নতুন রুটিন প্রকাশ করে পরীক্ষা মে মাসে নেওয়ার দাবি জানিয়েছে তারা।

তবে এই দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোন কিছু না জানালেও দায়িত্ব কর্মকর্তারা জানিয়েছে,

পরীক্ষা স্বাভাবিক সময় আয়োজন করা হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড।

১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখের অধিক শিক্ষার্থীর চলতি বছরে এসএসসি ২০২৫ পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অপেক্ষা করছে।

শিক্ষার্থীদের প্রতি পরামর্শ থাকলে তার জন্য পড়াশোনা ঠিকমতো করে এবং পরীক্ষা আগামী ১০ এপ্রিল শুরু হচ্ছে।

Leave a Reply