সুখবর: এসএসসি খাতায় গ্রেস নাম্বার পাবে শিক্ষার্থীরা, কিন্তু কত নম্বর ?

এসএসসি পরীক্ষায় খাতা দেখার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে গ্রেস নম্বর প্রদান করে শিক্ষকরা। তবে এই গ্রেস নম্বর কি এবং এর সুবিধা কিভাবে শিক্ষার্থীরা নিয়ে থাকে এবং শিক্ষকরা কিভাবে প্রদান করে তাকে তা নিয়ে আলোচনা করব।

মূলত পরীক্ষার খাতা যখন শিক্ষকরা দেখে তখন দয়াপূর্বক অর্থাৎ অনুগ্রহপূর্বক যদি কোন শিক্ষার্থীকে অতিরিক্ত দুই এক নম্বর প্রদান করে তাকে গ্রেস নম্বর বলা হয়।

আরও পড়ুনঃ এসএসসি রেজাল্ট ২০২৫ কবে প্রকাশ হবে ? কিভাবে দেখা যাবে ?

প্রথম ধাপে খাতা মূল্যায়ন করার পরবর্তীতে দেখা যায় অনেক শিক্ষার্থী এক অথবা দুই নম্বরের কারণে ফেল করছে।

তখন শিক্ষকরা দয়াপূর্বক শিক্ষার্থীকে এক দুই নম্বর বাড়িয়ে পাশ করার সুযোগ করে দেয়। তবে সকল শিক্ষক এমন কাজ নাও করতে পারে।

এসএসসি পরীক্ষায় খাতা মূল্যায়ন করা নিয়ে কথা হয়েছিল একাধিক শিক্ষকদের কাছে। তারা জানিয়েছে শিক্ষার্থীরা

দুই এক নম্বরের কারণে রেজাল্ট খারাপ করলে আমরা চেষ্টা করে সেখানে একদিন নম্বর বাড়িয়ে তাকে পাস করিয়ে দেওয়ার।

কারণ অনেক শিক্ষার্থী প্রচুর লেখে কিন্তু সঠিক না লেখার কারণে নাম্বার কম পায় অথবা ফেল করে। যদি শিক্ষার্থী পরীক্ষার খাতায়

পর্যাপ্ত লিখে আসে তাহলে অবশ্যই তাকে কিছু না কিছু নাম্বার প্রদান করা হবে এবং পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

তবে গ্রেস নম্বর প্রদান করার ক্ষেত্রেও এক দুই নম্বর শিক্ষকরা বাড়িয়ে দিতে পারেম কিন্তু এর বেশি নম্বর অর্থাৎ তিন চার নম্বর শিক্ষক কখনোই বাড়িয়ে দেয় না।

এছাড়া পরীক্ষার খাতা মূল্যায়ন করার ক্ষেত্রেও শিক্ষকরা যথেষ্ট সচেতন থাকে এবং সঠিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করে।

চলতি বছর এসএসসি পরীক্ষার শুরু হয়েছে গত ১০ এপ্রিল এবং পরীক্ষা শেষ করা হবে ১৩ এপ্রিল।

এরপরে পরীক্ষার খাতা মূল্যায়ন করে নাম্বার প্রস্তুত করে রেজাল্ট প্রকাশ করা হবে। 11 টি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরে

এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করছে 19 লাখ শিক্ষার্থী। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো পরীক্ষা শেষ করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং খাতা মূল্যায়ন করার জন্য

শিক্ষা বোর্ডগুলো শিক্ষকদের নিকট খাতা পাঠিয়ে দিচ্ছে। যা মূল্যায়ন করে শিক্ষকরা বোর্ডের কাছে পাঠাবে এবং রেজাল্ট প্রস্তুত করা হবে।

Leave a Reply