মাধ্যমিক পর্যায়ে SSC GPA গ্রেটিং সিস্টেম কিভাবে নির্ণয় করা হয় তা অনেক শিক্ষার্থী জানে না। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।
মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে তিনটি আলাদা ধাপে মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকে। যেখানে কিছু বিষয় পরীক্ষা আয়োজন করা হয়।
সরাসরি ১০০ নম্বরে আবার কিছু বিষয়ে পরীক্ষা আয়োজন করা হয়। সৃজনশীল ৭০ নম্বর এবং বহুনির্বাচনি 30 নম্বর মিলিয়ে ১০০ নম্বরে।
আবার পরীক্ষায় আয়োজন করা হয়, কিছু বিষয়ে সৃজনশীল ৫০ নম্বরে বহুনির্বাচনি ২৫ নম্বরে এবং ব্যবহারিক ২৫ নম্বরে।
যার কারণে গ্রেডিং সিস্টেম সম্পর্কে শিক্ষার্থীরা তেমন বেশি অবগত নাই। আমরা আজকে জানাবো কিভাবে এ বিষয়গুলোর SSC GPA সিস্টেম করা হয়, অর্থাৎ A+ A A- B C D F নির্ণয় করা হয়।
এখানে SSC GPA সিস্টেম এবং পয়েন্ট তালিকার বিষয়গুলো উপস্থাপন করা হলো। যাতে করে শিক্ষার্থীরা বিষয়গুলো খুব সহজে বুঝতে পারে।
যে সকল বিষয়ে পরীক্ষা আয়োজন করা হয় তা হলঃ
- বাংলা প্রথম পত্র
- বাংলা দ্বিতীয় পত্র
- ইংরেজি প্রথম পত্র
- ইংরেজি দ্বিতীয় পত্র
- গণিত
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- ধর্ম ও নৈতিক শিক্ষা
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- জীববিজ্ঞান
- উচ্চতর গণিত
- ইতিহাস
- অর্থনীতি
- পৌরনীতি
- ভূগোল
- হিসাববিজ্ঞান
- ব্যবসা উদ্যোগ
- ফিন্যান্স ব্যাংকিং
- বাংলাদেশ ও বিশ্বপরিচয়
- বিজ্ঞান
- কৃষি শিক্ষা
- গার্হস্থ্য বিজ্ঞান
এখানে সৃজনশীল বহুনির্বাচন এবং ব্যবহারিক অংশে আলাদাভাবে পরীক্ষা হলেও গ্রেড পর নির্ণয় করা হয় একসাথে।
যদি শিক্ষার্থীরা উভয় অংশে পাস করে থাকে তবে তার গ্রেড পার নির্ণয়ের কাজ শুরু হয়, তবে যদি কোন শিক্ষার্থী সৃজনশীল নৈবিত্তিক
এবং ব্যবহারিক অংশে কোন একটি নির্ধারিত অংশে ফেল করে তাহলে তার উক্ত সাবজেক্টে ফেলে দেখাবে। তবে নির্ণয় করার ক্ষেত্রে তিনটি অংশ একত্রিত করে নির্ণয় করা হয়।
নিচে তালিকার মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে SSC GPA নির্ণয় করা হয়
Number | GPA | Point |
100-80 | A+ | 5 |
79-70 | A | 4 |
69-60 | A- | 3.50 |
59-50 | B | 3 |
49-40 | C | 2 |
39-33 | D | 1 |
32-0 | F | 0 |
এসএসসি ফলাফল ২০২৪ প্রকাশ কবে ? - Shovon Study
[…] SSC GPA System 2024 | A+ A A- B C D […]