SSC New Routine 2025 All Education Board

মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি পরীক্ষার শুরু হচ্ছে আগামী ১০ এপ্রিল ইতিমধ্যে শিক্ষার্থীরা SSC New Routine 2025 পেয়েছে।

অনেকে কিন্তু অনেকে এখন SSC New Routine 2025 সংগ্রহ করতে পারেনি। তাদের জন্য আমরা এসএসসি পরীক্ষার রুটিন তুলে ধরছি।

যেখান থেকে শিক্ষার্থীরা তাদের রুটিন ডাউনলোড করতে পারবে। মূলত শিক্ষা মন্ত্রণালয়ের সঠিক সময় পরীক্ষা

আয়োজন করার জন্য সকল কাজ করছে। আগামী ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র মাধ্যমে তাদের পরীক্ষা শুরু হবে।

আরও পড়ুনঃ SSC 2025 All Subject Suggestion

এরপরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা এবং পর্যায়ক্রমে অন্যান্য বিষয়গুলো পরীক্ষায় আয়োজন করার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ইতিমধ্যে ভাইরাস সজনিত বিভিন্ন কারণে পরীক্ষা পিছিয়ে নেওয়ার ইঙ্গিত পাচ্ছিল শিক্ষার্থীরা তবে শিক্ষা মন্ত্রণালয়

সে বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তারা বলছে এগুলো এই মুহূর্তে গুজব হিসেবে দেখা যাচ্ছে। আমরা কোন

প্রকার পরীক্ষা পিছিয়ে নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করেনি। আমরা সঠিক সময় পরীক্ষায় আয়োজন করব।

এরমধ্যে পরীক্ষার ব্যাপারে গুরুত্বপূর্ণ ১৪ টি নির্দেশনা প্রদান করা হয়েছে, যে নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের পরীক্ষা

অংশগ্রহণ করতে হবে। নিচে আমরা পরীক্ষার রুটিন তুলে ধরছি যেখান থেকে শিক্ষার্থীরা রুটিন দেখে নিতে পারবে।

Shovon Study সকল আপডেট পেতে Whatsapp Channel ফলো করুন

SSC 2025 Routine PDF All Education Board

বিষয়ের নামপরীক্ষার তারিখ
বাংলা প্রথম পত্র10 April 2025
বাংলা দ্বিতীয় পত্র13 April 2025
ইংরেজি প্রথম পত্র15 April 2025
ইংরেজি দ্বিতীয় পত্র17 April 2025
গণিত20 April 2025
ধর্ম ও নৈতিক শিক্ষা22 April 2025
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি23 April 2025
গার্হস্থ্য বিজ্ঞান
কৃষি শিক্ষা
24 April 2025
পদার্থবিজ্ঞান
বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা
ফিন্যান্স ব্যাংকিং
27 April 2025
রসায়ন
পৌরনীতি ও নাগরিকতা
ব্যবসায় উদ্যোগ
29 April 2025
ভূগোল ও পরিবেশ30 April 2025
উচ্চতর গণিত
বিজ্ঞান
4 May 2025
জীববিজ্ঞান
অর্থনীতি
6 May 2025
হিসাব বিজ্ঞান7 May 2025
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়8 May 2025
ব্যবহারিক 10-18 May 2025

Leave a Reply