SSC OMR Sheet Fil Up

SSC পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে OMR শিট পূরণ করা অনেক শিক্ষার্থী এই বিষয়গুলো সম্পর্কে জানেনা। তাদেরকে আজকে আমরা জানাবো কিভাবে OMR Sheet পূরণ করতে হয়।

OMR শিট অর্থাৎ যেখানে শিক্ষার্থীরা তাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড সেট কোড লিখে থাকে সেই পত্র কে বোঝানো হয়.

একজন পরীক্ষার্থী প্রতি বিষয় দুইটি করে ওএমআর শিট পাবে অর্থাৎ একটি হবে সৃজনশীলের জন্য অন্যটি হবে বহুনির্বাচনের জন্য.

দুইটি বিষয়ের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে বাকি সবকিছু একই রকম, এটি থাকবে আমরা এখানে দুটি বিষয় ও মাসিক পূরণ করার

সকল তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি এবং চাইলে শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে ওএমআর ফর্ম ডাউনলোড করে নিতে পারবে

ধাপে ধাপে শিক্ষার্থীদেরকে প্রতিটি পয়েন্ট বুঝিয়ে দিচ্ছি। তাই নিচের পয়েন্ট গুলো অনুসরণ করুন।

  • শিক্ষার্থীকে প্রথমে নিজের নাম উপরের দিকে লিখতে হবে
  • এসএসসি এইচএসসি অপশনে তার পরীক্ষার নাম ssc অপশনে টিক দিতে হবে
  • এসএসসি এইচএসসি অপশন গুলোর মধ্যে তাকে ভরাট করতে হবে
  • রোল নাম্বার অপশনে এসে ফাঁকা ঘরে তার রোল নাম্বার লিখে ফেলবে
  • এরপরে সেই নিচের দিকে তার লেখা অনুযায়ী ভরাট করবেন
  • রেজিস্ট্রেশন নাম্বার এর ক্ষেত্রেও রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে লিখতে হবে
  • এরপরে নিচের দিকে সংখ্যা ধরে ধরে তাকে ভরাট করতে হবে
  • বিষয় কোড শিক্ষার্থীকে সঠিকভাবে লিখতে হবে এবং ভরাট করতে হবে
  • অতিরিক্ত উত্তরপত্র পরীক্ষার শেষের দিকে এসে দেখতে হবে
  • সে কতগুলো অতিরিক্ত উত্তরপত্র নিয়েছে তার যোগ করে এখানে ভরাট করে দিবে
  • শিক্ষার্থী পুরনকৃত অংশটি শুধুমাত্র শিক্ষার্থী কাজ করবে
  • বাকি দুটি অংশে শিক্ষার্থীর কোন কাজ নেই
  • শিক্ষক স্বাক্ষর করেছে কিনা অথবা তারিখ সঠিকভাবে বসিয়েছে কিনা সেটা শিক্ষার্থী লক্ষ্য করবে

নৈবিত্তিক শিট পূরণ করার নিয়ম

নৈবিত্তিক পূরণ করার ক্ষেত্রে যে নিয়মগুলো অনুসরণ করতে হবে তা আমরা নিচে ধাপে ধাপে তুলে ধরছি।

  • শিক্ষার্থীদের কে প্রথমে তার নাম পরীক্ষার নাম বিষয়ের নাম সুন্দর করে লিখতে হবে
  • রোল নাম্বার অপশনের সঠিকভাবে রোল নাম্বার ভরাট করতে হবে
  • রেজিস্ট্রেশন নাম্বার ভরাট করতে হবে
  • সাবজেক্ট কোড অপশনে সাবজেক্ট করতে হবে
  • সেট কোড অপশনে সেট কোড লিখতে হবে এবং ভরাট করতে হবে
  • যা প্রশ্নের উল্লেখ করা থাকবে প্রশ্নের উত্তর সঠিকভাবে ভরাট করতে হবে
  • কোন অবস্থাতেই একটি প্রশ্নে দুইবার দুইটি অপশন ভরাট করা যাবে না

2 thoughts on “SSC OMR Sheet Fil Up”

Leave a Reply