২০২৫ সালের উপবৃত্তির টাকা কবে দিবে ?

২০২৫ সালে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় অনেকগুলোই উপবৃত্তির টাকা প্রদান করেনি। বর্তমানে শিক্ষার্থীর উপবৃত্তির টাকা কবে হবে জানতে চাচ্ছে।

ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব একাধিক কর্মকর্ত উপবৃত্তির টাকা প্রসঙ্গে জানিয়েছে। চলতি বছরে শুরুতেই মেধাবৃত্তি,

আর্থিক অনুদান, ভর্তির সহায়তা, সমন্বিত উপবৃত্তি, মেধা বৃত্তি এবং সাধারণ বৃত্তি দেওয়ার কথা থাকলেও অনেক শিক্ষার্থী

সে টাকা এখনো পায়নি। বর্তমানে শিক্ষার্থীরা অপেক্ষা করছে শিক্ষা মন্ত্রণালয় কবে তাদেরকে টাকা প্রদান করবে।

আরও পড়ুনঃ ৬ষ্ঠ থেকে ১০ম ভর্তি সহায়তা আবেদন করার নিয়ম ও ওয়েবসাইট লিংক

বর্তমান চলমান রয়েছে মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী ভর্তি সহায়তার আবেদন। এছাড়া চিকিৎসা সহকারে

আবেদনে বর্তমান চলমান রয়েছে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এই সহায়তার জন্য আবেদন করতে পারবে।

মাধ্যমিক পর্যায়ে স্কুলের শিক্ষার্থীরা সমন্বিত উপবৃত্তি পাবে। বর্তমানে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন

পর্যায়ে শিক্ষার্থীদেরকে সমন্বিত উপবৃত্তি প্রদান করার কথা রয়েছে। চলতি বছরের কিস্তি এখনো শিক্ষার্থীরা পাচ্ছে না।

এছাড়া মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি দেওয়ার ক্ষেত্রেও কয়েকটি জেলা পর্যায়ে এই বৃত্তি টাকা প্রদান করেছে।

বাকি অনেকগুলো জেলার টাকা এখনো বকেয়া রয়েছে। যে টাকা প্রদান করা হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে।

আরও পড়ুনঃ এসএসসি ২০২৫ যে কয়টি উপবৃত্তি পাবে – সকল তথ্য

অন্যদিকে বছরের শুরুতেই শিক্ষার্থীরা আবেদন করেছিল আর্থিক অনুদানের জন্য। যেখানে ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে মাস্টার্স

পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করেছে এবং তাদেরকে বিভিন্ন পরিমাণের অর্থ বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হবে।

এখানে শিক্ষার্থীরা কবে তাদের ফলাফল জানতে পারবে এবং কবে টাকা প্রদান করবে তা নিয়েও রয়েছে প্রশ্ন।

সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা জানিয়েছে বর্তমানে ফলাফল তৈরি করার কাজ চলছে। খুব শীঘ্রই ফলাফল প্রকাশ করা হবে।

এরপরে নতুন অর্থবছরের শিক্ষার্থীদের জন্য বাজেট পেশ করে এ টাকা প্রদান করা হবে। চলতি অর্থবছরের শিক্ষার্থীরা এই টাকা পাচ্ছে না।

আগামী অর্থবছর অর্থাৎ জুলাই মাসে পরে এ টাকা প্রদান করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কর্মকর্তা।

এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে সমন্বিত উপবৃত্তি এবং ভর্তির সহায়তার টাকা এখনো শিক্ষার্থীরা পায়নি। সেই টাকা ও খুব দ্রুত প্রদান করা হবে।

সবার আগে বকেয়া টাকা প্রদান করা হবে এবং ধীরে ধীরে সকল টাকা প্রদান করা হবে। এখানে ধারাবাহিকতা বজায় রাখার কথা বলা হয়েছে তাদের পক্ষ থেকে।

Leave a Reply