শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তার ট্রাস্ট কর্তৃক প্রদত্ত দুটি আর্থিক অনুদান আবেদন শেষ হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি
অনেক শিক্ষার্থী এখনো আবেদন করেনি, তাদেরকে আজকে আমরা আবেদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানাবো।
আরও পড়ুনঃ ৩ টি আর্থিক অনুদান পাবে সকল শিক্ষার্থী – আবেদন করুন জলদি
কিভাবে তারা আবেদন করবে এবং কিভাবে তারা এখান থেকে আর্থিক সহায়তা পেতে পারে। মূলত একটি হচ্ছে
আর্থিক অনুদান যেখানে শিক্ষার্থীরা এককালীন নাকি টাকা পাবে, আরও একটি হচ্ছে চিকিৎসা অনুদান।
যদি কোন শিক্ষার্থী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে এখান থেকে টাকা পেতে পারে, নিচে বিস্তারিত সকল তথ্য তুলে ধরা হলো।
সকল আপডেট দ্রুত পেতে আমাদের Whatsapps গ্রুপে জয়েন হোন | ![]() |
চিকিৎসা অনুদান সম্পর্কিত তথ্য
জানুয়ারি ফেব্রুয়ারি মাসের আবেদন বর্তমান চলমান রয়েছে। যেখানে চিকিৎসা বাবদ শিক্ষার্থীরা ১০০০০ টাকা
থেকে শুরু করে ৫০০০০ টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান পেতে পারে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে,
এখানে কোন প্রকার মেনুয়াল অর্থাৎ সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়। আবেদন করার পরে যাচাই-বাছাই করে
যোগ্য শিক্ষার্থী নির্বাচন করা হবে ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত সকল শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাচ্ছে।
তবে সকল তথ্য সঠিকভাবে দিতে পারলে আবেদন গ্রহণ করা হবে। আর নয়তো আবেদন কিন্তু গ্রহণযোগ্য নয়।
এক্ষেত্রে একাধিকবার শিক্ষার্থী আবেদন করতে পারবে, তবে একাধিক বার টাকা পাবে না। যেকোনো একবার টাকা পেলে
পরে আর আবেদন করার সুযোগ পাবে না। নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।
চিকিৎসা অনুদানের আবেদন করার লিংক

আর্থিক অনুদান সম্পর্কে তথ্য
আর্থিক প্রদান করে থেকে শিক্ষা মন্ত্রণালয় এখানে শিক্ষার্থীরা এককালীন ৮০০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা আর্থিক অনুদান পাবে।
এখানে আবেদন করা খুবই সহজ। একটি আবেদন ফরম পূরণ করলে আবেদন করা যাবে এবং আবেদন করার ক্ষেত্রে।
একটি প্রত্যয়ন পত্র চাওয়া হয়েছে, এই তথ্যগুলো দিয়ে আবেদন করার পরে যাচাই-বাছাই করে যোগ্য শিক্ষার্থী নির্বাচন করে
টাকা প্রদান করা হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী শিক্ষার্থীদেরকে আট হাজার টাকা একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে
১০ হাজার টাকায় এবং স্নাতক পর্যায় শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা প্রদান করা হবে। শিক্ষার্থীরা অনলাইনে মাধ্যমে
আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিংকে ক্লিক করে সকল তথ্য সঠিকভাবে দেয়ার পরে আবেদন কার্যক্রম গ্রহণযোগ্য হবে।
এই আবেদন সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও ইউটিউবে করা আছে চাইলে শিক্ষার্থীরা সেখান থেকে দেখে নিতে পারে।
আর্থিক অনুদান আবেদন করার লিংক

- অনার্স তৃতীয় বর্ষ রুটিন ২০২৫ – Honours 3rd year Routine
- Honours 1st Year Exam Result 2025
- SSC 2025 GPA Calculation – কয়টি বিষয় A+ পেলে GPA 5 আসবে
- Most Important Paragraph for SSC Exam & Answer
- এসএসসি ২০২৫ পিছিয়ে মে মাসে আয়োজন করার দাবি

My goal is that no student should be disadvantaged due to lack of information. Education should be for everyone.