সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় এইচএসসি ২০২৪ রুটিন প্রকাশ নামে একটি রুটিন ঘুরে বেড়াচ্ছে। যা নিয়ে শিক্ষার্থীরা বর্তমানে অনেক দুশ্চিন্তা করছে।
যেখানে দেখা যাচ্ছে আগামী ২১ আগস্ট থেকে তাদের পরীক্ষা শুরু হবে। তবে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলছে
সে বিষয় নিয়ে আমরা কথা বলছি। তার সাথে পরীক্ষা নিয়ে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের আপডেট এখানে তুলে ধরছি।
আরও পড়ুনঃ
- কি চায় সরকার এইচএসসি পরীক্ষা ২০২৪ নিয়ে ?
- এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের বিপদে ফেলেছে কারা ?
- অটোপাশ নাকি পরীক্ষা – HSC Exam 2024
এইচএসসি ২০২৪ রুটিন প্রসঙ্গ
শিক্ষা মন্ত্রণালয় থেকে রুটিন নিয়ে বলা হয়েছে ২০২৪ সালের যে রুটিন অনলাইনে ঘোরাফেরা করছে তা সম্পন্ন গুজব এবং মিথ্যা।
এরকম কোন রুটিন এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়নি। গত 11 তারিখে যে রুটিন প্রকাশ করা হয়েছে তা স্থগিত করা হয়েছে।
এরপরে কোন রুটিন প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং নতুন রুটিন প্রকাশ করার জন্য সময় লাগবে।
তারা এই মুহূর্তে বৈঠক গ্রহণ করছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা বিব্রত না হওয়ার জন্য অনুরোধ করেছে।
শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা তারা বলছে একটি মহল শিক্ষার্থীদের কে বিব্রত করতে এই রুটিন তৈরি করেছে।
আমরা খুব দ্রুত তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসবো। কোন ধরনের পরীক্ষা নিয়ে গুজব আমরা সৃষ্টি হতে দিব না।
তাছাড়া শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত ওয়েবসাইট গুলো ভিজিট করার জন্য।
কারণ সেখানেই একমাত্র তাদের সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়া হবে, এছাড়া আর অন্য কোথাও জানানো হবে না।
এইচএসসি ২০২৪ পরীক্ষার সর্বশেষে আপডেট প্রসঙ্গ
শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা সম্পর্কে জানানো হয়েছে এইচএসসি ২০২৪ পরীক্ষা নিয়ে বর্তমানে নতুন শিক্ষা মন্ত্রীর সাথে বৈঠকের সুযোগ এখনো হয়নি।
তবে তারা শিক্ষা সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছে। খুব শীঘ্রই এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হবে,
সেখানে বিকল্প বিষয়গুলো উপস্থাপন করা হবে। যেমন অটো পাশ দেওয়া অথবা পরীক্ষায় আয়োজন করা অথবা দ্রুত পরীক্ষায় আয়োজন করা।
এখানে শিক্ষা মন্ত্রী এবং বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের সরকার প্রতিনিধি কি চিন্তা ভাবনা করছে তার উপর সবকিছু নির্ভর করছে।
খুব শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, চলতি সপ্তাহে এই বৈঠক খুলতে পারে বলে তারা জানিয়েছে আশা করা যাচ্ছে
সেখানে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারণ করা হবে এবং খুব শীঘ্রই সে বিষয়গুলো সামনে উপস্থাপন করা হবে।
তাই শিক্ষার্থীর এখানে আশাহত না হয় অপেক্ষা করার জন্য অনুরোধ করছি তাদের পরীক্ষা নিয়ে খুব শীঘ্র সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply