উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি 2024 পরীক্ষার ফলাফল জেএসসি থেকে ২৫ শতাংশ এবং এসএসসি থেকে ৭৫ শতাংশ নিয়ে মূল্যায়ন করে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল আন্ত শিক্ষা বোর্ড থেকে। যেখানে বলা হয়েছে জেএসসি থেকে ২৫ শতাংশ নিয়ে
তারা মূল্যায়ন করবে এবং এসএসসি থেকে ৭৫% নিয়ে তারা মূল্যায়ন করে মূল এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করবে।
আরও পড়ুনঃ How to Check HSC Result 2024 with Marksheet
তাছাড়া যে সকল বিষয়ে এইচএসসি পরীক্ষায় আয়োজন করা হয়েছে সেই বিষয়ে নম্বর যুক্ত এর মূল ফলাফল তৈরি করা হবে।
শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা জানিয়েছে এই একটি প্রস্তাবকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে।
কারণ বিগত 2020 সাল এবং 21 সালে এই নিয়মে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল. যার কারণে শিক্ষা মন্ত্রণালয়
এই নিয়মে ভরসা বেশি পাচ্ছে এবং গ্রহণযোগ্যতা বেশি পাওয়ার কারণে নিয়ম অনুসরণ করা হবে বলে জানানো হয়েছে।
জেএসসি রেজাল্ট দেখার নিয়ম –
জেএসসি রেজাল্ট দেখতে হলে শিক্ষার্থীদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইট প্রবেশ করে সকল তথ্য দিতে হবে। নিচের নিয়ম অনুসরণ করুন-
- শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত ওয়েব সাইটে প্রবেশ করতে হবে
- পরীক্ষার নাম জেএসসি জেডিসি সিলেক্ট করতে হবে
- পরীক্ষার সাল সঠিকভাবে সিলেক্ট করতে হবে
- পরীক্ষার বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে
- রেজাল্টের ধরন একক রেজাল্ট সিলেক্ট করতে হবে
- শিক্ষার্থী এডমিট কার্ড দেখে জেএসসি রোল নাম্বার বসাতে হবে
- jsc registration number বসাতে হবে
- ছবিটি দেখানো চারটি সংখ্যা সামনে ফাঁকা করে বসাতে হবে
- উপরের সকল তথ্য সঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করলে জেএসসির ফলাফল চলে আসবে
ওয়েবসাইট লিংক
এইচএসসি 2024 সাবজেক্ট ম্যাপিং এর রেজাল্ট নির্ণয় করার
নিয়ম নিচে ক্যালকুলেটর অপশন পাবে, সেখানে ক্লিক করে শিক্ষার্থীরা যে সকল বিষয়ে ইতিমধ্যে পরীক্ষা দিয়েছে তার নম্বর মূল্যায়ন করবে।
বিশেষ করে বাংলা ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং একটি করে গ্রুপ সাবজেক্ট এর নম্বর নিজেদের মতো করে কত নম্বর
পেয়েছে তা গণনা করে বসিয়ে দিতে হবে। জেএসসি তে কত নম্বর পেয়েছে এসএসসিতে কত নম্বর পেয়েছে সে বিষয়গুলো নিয়ে
একটি ভিডিও আকারে উপস্থাপন করা হয়েছে। ভিডিও দেখে সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টি আরো ভালোভাবে জেনে নিতে পারবে
এবং নিজেরাই নিজেদের রেজাল্ট নির্ণয় করতে পারবে। সঠিকভাবে রেজাল্ট নির্ণয় করা অসম্ভব, যেটা সম্পূর্ণ বোর্ডের কাজ।
তবে শিক্ষার্থীদের একটি সম্ভাব্য রেজাল্ট তৈরি করতে পারবে এবং বুঝতে পারবে তার রেজাল্ট কেমন হতে পারে।
Leave a Reply