মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা ২০২৫ রুটিন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রনালয়। কিন্তু রুটিনের কিছু অংশে অপরিকল্পিতভাবে করার অভিযোগ এসেছে।
আমাগী ২০২৫ সালের ১০ এপ্রিল পরীক্ষা শুরু করা হবে বলে জানিয়েছে রুটিনে। যেখানো বাংলা ১ম পত্র পরীক্ষা সবার আগে হবে।
এরপর ধারাবাহিক ভাবে সকল বিষয় পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। কিন্তু পরীক্ষার রুটিনে দেখা গেছে যে বিষয়গুলো কঠিন সেখানে বন্ধের পরিমান খুবই কম।
বিশেষ করে ইংরেজি ১ম পত্র ইংরেজি ২য় পত্র গনিত ধর্ম ও নৈতিক শিক্ষা রসায়ন বন্ধের পরিমান খুবই কম। অনেক বিষয় কোনে বন্ধ নেই।
অনেক শিক্ষার্থী বাসা থেকে দুরে পরীক্ষা কেন্দ্র হওয়ায় তদের যাতায়াত করতে সময় লাগে। এই পরিস্থিতিতে যদি এই রুটিনে পরীক্ষা নেয় তবে তাদের প্রস্তুতি নিতে সময় পাবে না।
অন্ততপক্ষে এই সকল বিষয় বন্ধের পরিমান আরো বাড়ানো উচিৎ বলে মনে করছে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক।
এছাড়া বর্তমানে পাহাড়ি ছাত্র সংগঠন থেকে ১৩ ও ১৫ এপ্রিল বাতিলের দাবি করছে। তারা বলছে ওই সময় পাহাড়ি চাকমা মারমা ত্রিপুরা গোষ্ঠীর উৎসব আছে।
তাই ওই পরীক্ষা বাতিল করে পরবর্তীতে কোনো সময় পরীক্ষা নেওয়ার জন্য আরা জানিয়েছে। তবে এখনও শিক্ষা মন্ত্রনালয় এব্যাপার নিয়ে কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে শিক্ষার্থীদের মতামত হচ্ছে তারা সঠিক সময় পরীক্ষা দিতে চায়, যদি শিক্ষা মন্ত্রনালয় রুটিন পরিবর্তন করতে তা জেনো আগেই করে।
পরীক্ষার আগ মুহুর্তে পরীক্ষা রুটিন বাতিল বা সংশোধন করা যাবে না। এতে প্রস্তুতি পরিকল্পনা প্রভাব পড়বে।
বর্তমানে স্কুল গুলোতে ফরম ফিলাপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ধারনা করা যাচ্চে ২০ লাখ শিক্ষার্থী এবছর এসএসসি পরীক্ষা ২০২৫ অংশ নিবে।
Leave a Reply