Shovon Study

Education News Website

এসএসসি রেজাল্ট ২০২৪ প্রকাশ করা হবে কবে ?

শিক্ষা মন্ত্রণালয় থেকে বর্তমানে এসএসসি পরীক্ষায় আয়োজন করছেন। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বলেছে এসএসসি রেজাল্ট ২০২৪ খুব তাড়াতাড়ি প্রকাশ করবে।

কিন্তু কত তারিখ ফলাফল প্রকাশ করতে পারবে, সে ব্যাপারে এখন পর্যন্ত কোন সুনিধিষ্ট তথ্য শিক্ষা মন্ত্রণালয় জানায়নি।

এসএসসি রেজাল্ট ২০২৪ আরও পড়ুনঃ

আর আমরা শিক্ষার্থীদেরকে জানাবো পরীক্ষার ফলাফল ঠিক কত তারিখ শিক্ষার্থীরা পাবে। গত ১৫ ফেব্রুয়ারি চলতি বছরে এসএসসি পরীক্ষা বাংলা প্রথম পত্র

বিষয়ের মাধ্যমে সারাদেশে একযোগে শুরু করা হয়েছে। এরপরে ধাপে ধাপে সকল বিষয় পরীক্ষা চলমান হবে, আগামী ১২ মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে।

এরপরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন অর্থাৎ দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

এক্ষেত্রে পরীক্ষা শেষ হবে আগামী ১২ মার্চ, এরপর অবশ্যই ব্যবহারিক পরীক্ষা রয়েছে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে ১১ টি শিক্ষাবোর্ড কে

আলাদাভাবে নির্দেশনা দিয়েছে, তারা যেন সঠিক সময়ের মধ্যে ফলাফল প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা দেয়।

কারণ এখানে ফলাফল প্রস্তুত করার বিষয়ে অনেকগুলো কাজ রয়েছে। প্রথমত শিক্ষকদের কাছে পরীক্ষার খাতা যাবে,

যেখানে শিক্ষকরা দেখে নাম্বার মূল্যায়ন করে বোর্ডের কাছে। সেই নম্বর পাঠাবেন বোর্ড থেকে তা সফটওয়্যার এনটি করা হবে এবং পরবর্তীতে মূল ফলাফল তৈরি করা হবে।

এসএসসি পরীক্ষা ২০২৪ আরও পড়ুনঃ

সর্বশেষ এসএসসি রেজাল্ট ২০২৪ তারিখ নির্ধারণ করার কার্যক্রম শুরু করা হবে। কবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে

এমন প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয় আগামী মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে চাই।

শিক্ষা মন্ত্রণালয় সেরকম ভাবে তারা কার্যক্রম সম্পন্ন করছে। এ ব্যাপারে খুব শীঘ্রই চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বৈঠকের মাধ্যমে

এবং জানিয়ে দেওয়া হবে কত তারিখ তারা ফলাফল প্রকাশ করতে যা… তবে সম্ভবত ১২ অথবা ১৩ মে ফলাফল প্রকাশ করা হতে পারে তবে এখনো বিষয়টি চূড়ান্ত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *