Shovon Study

Education News Website

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা ২০২৫ কবে হবে ?

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে এ বিষয়টি হয়তোবা কমবেশি সব শিক্ষার্থী জানে। তবে ভর্তি পরীক্ষা কবে হবে কোন মাসে হবে কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

আজকে আমরা আলোচনা করব সে প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে তারা অনার্স ভর্তি পরীক্ষা কিভাবে নিতে চায় এবং পরীক্ষার সম্ভাব্য সময় কবে হতে পারে ?

আরও পড়ুনঃ

অনেক ভর্তি পরীক্ষার নিয়ম ?

মূলত অনার্স ভর্তি পরীক্ষা আয়োজন করা হয় বিভিন্নভাবে। তবে চলতি বছরে জাতীয় বিশ্ববিদ্যালয় তাড়াহুড়ো করে ভর্তি পরীক্ষার

ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার কারণে তারা জানিয়েছে কোন প্রকার লিখিত পরীক্ষা নেবার প্রস্তুতি তাদের নেই।

তারা শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে অর্থাৎ শিক্ষার্থীরা ১০০ নম্বরে পরীক্ষা

অংশগ্রহণ করবে, যেখানে তাদের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে তাদের অপশন থাকবে চারটি, যে কোন একটি

সঠিক উত্তর ভরাট করবে। এভাবে শিক্ষার্থী বহু নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে।

ভর্তি পরীক্ষার মানবন্টন

ভর্তি পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কোন প্রকার বিজ্ঞপ্তি প্রকাশ করেনি জাতীয় বিশ্ববিদ্যালয়, কিন্তু ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তিতে

লক্ষ্য করলে দেখা যায় বিজ্ঞান মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের আলাদা আলাদা গ্রুপ সাবজেক্টের উপর পরীক্ষা

এবং মূল বিষয় হিসেবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপরে পরীক্ষা হতো। এ বছরে সেরকমেরই মানবন্টন থাকবে বলে ধারণ করা যাচ্ছে।

তবে গ্রুপ সাবজেক্টে মানবন্টন হালকা পরিবর্তন হতে পারে অর্থাৎ নম্বরের ক্ষেত্রে পরিবর্তন পরিলক্ষিত হতে পারে।

অনার্স ভর্তি পরীক্ষা কবে হবে ?

অনার্স ভর্তি পরীক্ষা কবে হবে এই প্রশ্ন অনেক শিক্ষার্থী করল এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সুনির্দিষ্ট

তারিখ না জানালো বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষার সাথে সাথে এই পরীক্ষা

নেওয়ার পরিকল্পনা রয়েছে অর্থাৎ আগামী এপ্রিল মাস জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিচ্ছে ধারণা করা যাচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষা মে মাসের দিকে শুরু হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় পরিকল্পনা করছে একই সময় তাদের পরীক্ষা গুলো নেওয়ার।

তবে জাতীয় বিশ্ববিদ্যালয় একমাত্র বিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমে বিষয়গুলো সুস্পষ্ট করবে, তাই অগ্রিমভাবেই বলা যায় না পরীক্ষা তারা কবে নিতে চায়।

যেহেতু ২০২৪ সালের এইচএসসি শিক্ষার্থীরা হঠাৎ করে পরীক্ষা বিষয় জেনেছে। তাই শিক্ষার্থীদের দাবি হচ্ছে পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষা নেয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *