Shovon Study

Education News Website

শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান আবেদন শুরু – ৫০ হাজার টাকা পাবে

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান প্রদান করছেন। এখানে আবেদন করে শিক্ষার্থীরা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেতে পারে।

এই আবেদন সম্পর্কে তথ্য শিক্ষার্থীদেরকে জানাবো। যার মাধ্যমে শিক্ষার্থী খুব সহজে নিজেদের মোবাইল ফোন থেকে মাত্র ১০ মিনিট সময় ব্যয় করে আবেদন করতে পারবে।

এখানে আবেদন করতে কোন টাকা লাগবে না অর্থাৎ বিনামূল্য শিক্ষা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছে।

সরকারি সহায়তা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ – আবেদন নিয়ম

যদি শিক্ষার্থীদের চিকিৎসা অনুদানের দরকার হয় তাহলে অবশ্যই এখানে আবেদন করার পরামর্শ রইলো। যাতে করে শিক্ষার্থীরা একটি আর্থিক সহায়তা পেতে পারে,

এখানে আর্থিক সহায়তা বাবদ টাকা প্রদান করা হয় সরাসরি অনলাইনে মোবাইল ব্যাংকিং একাউন্ট এর মাধ্যমে অথবা ব্যাংক একাউন্টের মাধ্যমে।

কারা চিকিৎসা অনুদানে আবেদন করতে পারবে ?

আবেদন করতে পারবে সকল শিক্ষার্থী ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত সকল শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে।

তবে যে সকল শিক্ষার্থী চিকিৎসা অনুদানের যোগ্য তারা এখানে টাকা পাবে তাই যোগ্য হলে একমাত্র আবেদন করা দরকার।

যাদের চিকিৎসা মূলধনের কোন দরকার নেই, তার এখানে আবেদন করলে কোন টাকা পাবে না। কারণ সকল তথ্যগুলো যাচাই বাছাই করে

নির্বাচন করেই যোগ্য শিক্ষার্থী নির্বাচন করে টাকা প্রদান করা হবে, তাই শিক্ষার্থীদের আবেদন করার ক্ষেত্রে সকল তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে।

আবেদন করতে কি কি লাগবে ?

এখানে আবেদন করার জন্য শিক্ষার্থীদের বেশ কিছু ডকুমেন্ট আবেদন করার সময় জমা দিতে হবে। যা সবকিছু শিক্ষার্থীর

কাছে বর্তমানে রয়েছে এবং কিছু ডকুমেন্ট এখানে সরাসরি প্রদান করা হবে। তা আমরা সব তথ্যগুলো নিচে তুলে ধরছি –

  • শিক্ষার্থীর ছবি
  • স্বাক্ষর
  • জন্ম নিবন্ধন সনদের ছবি
  • অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ছবি
  • শিক্ষার্থীর দরিদ্র পরিবার সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সুপারিশপত্র প্রত্যয়ন পত্র নির্ধারিত ফরম
  • দুর্ঘটনার প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন অথবা সরকারি কোন ডাক্তারের নিকট থেকে প্রত্যয়ন পত্র নির্ধারিত ফরম

অনুদান আবেদন করার নিয়ম –

আবেদন করতে হলে যেতে হবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে নির্ধারিত ওয়েবসাইটে। ওয়েবসাইট লিংক নিচে তুলে ধরা হলো।

সেখানে ক্লিক করার পরে শিক্ষার্থীকে আবেদন করুন বাটনে ক্লিক করে নিতে হবে। এরপরে নিবন্ধন করে নিতে

হবে শিক্ষার্থীদেরকে নিবন্ধন করার ক্ষেত্রে, শিক্ষার্থী নিজের ছবি জন্ম নিবন্ধন সনদ এবং নিজের ব্যক্তিগত সকল তথ্য দিয়ে নিবন্ধন করে নিবে।

সর্বশেষ শিক্ষার্থী নিবন্ধনকৃত তথ্য দিয়ে লগইন করবে এরপরে আবেদন করার অপশন খুঁজে পাবে, যেখানে আবেদন করুন

বাটনে ক্লিক করার পরবর্তীতে শিক্ষার্থীর ছবি স্বাক্ষর জন্ম নিবন্ধন সনদের ছবি ও অভিভাবক যে কোন একজনের জাতীয় পরিচয়

পত্রের ছবি আপলোড করতে হবে। এরপরে আবেদন ফরমের মূল কার্যক্রম শুরু হবে, যেখানে শিক্ষার্থীর সকল

তথ্যগুলো বিশেষ করে তার পারিবারিক তথ্য ব্যক্তিগত তথ্য শিক্ষা সম্পর্কিত তথ্য ব্যাংক একাউন্টের তথ্য সাবমিট করতে হবে।

সবার শেষে যে সকল তথ্য যুক্ত করতে হবে তা হলঃ

  • দরিদ্র পরিবার শিক্ষার্থী মর্মে প্রত্যয়ন পত্র তথ্যচিত্র
  • দুর্ঘটনা প্রমাণের ডাক্তারের সুপারিশ পত্র দুর্ঘটনার তথ্যচিত্র
  • ক্ষতিগ্রস্ত জায়গার তথ্যচিত্র বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার তথ্যচিত্র
  • বিভিন্ন খরচের তথ্যচিত্র

এভাবে শিক্ষাটি তার আবেদন কার্যক্রম সম্পন্ন করবে এবং সাবমিট অপশনে ক্লিক করে আবেদন সম্পন্ন করবে।

আবেদন শেষ হওয়ার তিন থেকে চার মাসের মধ্যে শিক্ষার্থীকে অর্থ প্রদান করা হবে এবং শিক্ষার্থীকে তার এসএমএসের

মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কার এখানে টাকা পাচ্ছে। প্রতিবছর এখানে শিক্ষার্থী সহায়তা পেয়ে থাকে, চলতি অর্থবছরের

প্রায় 26 লক্ষ 20 হাজার টাকা প্রদান করা হয়েছে শিক্ষার্থীদের মাঝে। বর্তমান অর্থবছরও আবেদন শুরু হচ্ছে, সারা বছর এখানে আবেদন চলে।

আবেদন চলে প্রতি দুই মাস অন্তর অন্তর বর্তমানে সেপ্টেম্বর অক্টোবরের আবেদন চলছে

আবেদন করার ওয়েবসাইট

5 comments
এইচএসসি রেজাল্ট ২০২৪ নিয়ে এত দেরি কেনো ?

[…] আরও পড়ুনঃ শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান আবেদন শ… […]

How to Check HSC Result 2024 with Marksheet

[…] আরও পড়ুনঃ শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান আবেদন শ… […]

জেএসসি ও এসএসসি থেকে যেভাবে এইচএসসি রেজাল্ট ২০২৪

[…] আরও পড়ুনঃ শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান আবেদন শ… […]

sanjida

01318805191 বিকাশ নাম্বার
আমার ভাইয়ের পায় না।। এর জন্য সাহায্য চাচ্ছি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *