Shovon Study

Education News Website

সুখবর এসএসসি ২০২৪ খাতা দেখা নিয়ে – যা বলল শিক্ষক

মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি ২০২৪ পরীক্ষা বর্তমানে চলমান থাকলে পরীক্ষার খাতা শুরু করেছে দায়িত্ব শিক্ষকরা। এক্ষেত্রে পরীক্ষার খাতা কেমন করে দেখা হয়েছিল জানতে চাওয়া হয়েছিল কয়েকজন শিক্ষকের কাছে।

তারা পরীক্ষার খাতা দেখা নিয়ে সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ এবং সুখবর শিক্ষার্থীদের কে জানাতে বলেছে। আজকে আমরা সে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব

এবং জানিয়ে দিব কিভাবে তাদের খাতা মূল্যায়ন করা হচ্ছে। মূলত প্রথমদিকে যে পরীক্ষা গুলো হয়েছিল বিশেষ করে বাংলা প্রথম পত্র

দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র পরীক্ষার খাতা দেখা প্রায় শেষের দিকে, কারণ এই খাতাগুলো অনেক আগেই শিক্ষকদের কাছে পৌঁছে গিয়েছিল।

যেগুলো শিক্ষকরা মূল্যায়ন করে এখন নম্বর বোর্ডের কাছে পাঠাবে এবং খাতা পাঠিয়ে দেবে প্রধান পরীক্ষকের কাছে।

প্রধান পরীক্ষক তাদের খাতা গুলো আরো একবার দেখে সেগুলো মূল্যায়ন করে, এরপরে বোর্ডের কাছে পাঠাবে

অর্থাৎ দুইবার পরীক্ষার খাতা চেক করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এখন পরীক্ষার খাতায় কিভাবে নম্বর দেয়া

হয়েছিল জানতে চাইলে দায়িত্বগত শিক্ষকরা বলে আমরা চেষ্টা করছি পরীক্ষায় ভালো করে নম্বর দেওয়ার জন্য।

যে সকল শিক্ষার্থী সুন্দরভাবে উত্তর লিখেছে তাদেরকে তো আমরা নম্বর ১০ নম্বর দিচ্ছি। তবে যাদের মোটামুটি লেখা রয়েছে তাদেরকেও আমরা সাত আট দিয়ে দিচ্ছি।

প্রথমদিকের সৃজনশীল লেখা গুলোর ক্ষেত্রে শিক্ষার্থীরা দশের মধ্যে ৮ ৯ সহজে পেয়ে যাচ্ছে। তবে শেষের দিকে একটু নম্বর কম পাচ্ছে,

তাদের হাতের লেখা এবং উত্তর উপস্থাপন করার জন্য। শিক্ষকরা বলেন আমরা শিক্ষার্থীদেরকে নম্বর দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি,

যদি শিক্ষার্থীরা সঠিকভাবে লেখে তাহলে আমরা নাম্বার দিয়ে দিব। এখানে অতিরিক্ত কোন কিছুই নেই, তবে দু এক নম্বরের কারণে

যদি কোন শিক্ষার্থী ফেল করে সেখানেও আমরা নাম্বার বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। যাতে করে শিক্ষার্থীরা সে বিষয়ে পাস করতে পারে।

তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছে পরীক্ষার সঠিকভাবে দেখেছি এগুলো মূল্যায়ন করে বোর্ডের কাছে পাঠাতে হবে।

যার উপর বোর্ড কর্তৃপক্ষ সঠিকভাবে রেজাল্ট প্রস্তুত করবে এবং মূল ফলাফল প্রকাশ করা হবে। আমরা সেরকম ভাবে সকল কার্যক্রম পূরণ করছি,

খাতা দেখার শেষ করে সেখানে পরীক্ষক কোড ওএমআর ফর্মে বিষয় কোড প্রাপ্ত নম্বর পূরণ করতে হচ্ছে। যেগুলো করতে কিছুদিন সময় লাগবে, এরপর আমরা খাতা বোর্ডের কাছে পাঠাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *