উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২ টি আপডেট এইচএসসি রেজাল্ট ২০২৪ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। যেখানে রেজাল্ট তৈরি এবং রেজাল্ট প্রকাশের কথা বলা হয়েছে।
নতুন করে রেজাল্ট নিয়ে কি কি তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সে বিষয়গুলো আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে নিচে তুলে ধরছি।
আরও পড়ুনঃ মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট ২০২৪ দেখার সহজ নিয়ম
দুইটি আপডেট হলোঃ
- রেজাল্ট তৈরি নিয়ে
- রেজাল্ট প্রকাশ নিয়ে
রেজাল্ট তৈরি নিয়ে আপডেট তথ্য –
রেজাল্ট তৈরি করার বিষয়টি এখনো নিশ্চিত করে নি শিক্ষা মন্ত্রণালয়। তাদের কাছে একাধিক প্রস্তাব আসলো তারা এখন পর্যন্ত প্রস্তাবের অনুমোদন দেয়নি।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি সপ্তাহে এখন পর্যন্ত কোন প্রস্তাবে
অনুমোদন শিক্ষা মন্ত্রণালয়। যদি শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবের অনুমোদন না দেয় তাহলে আমরা রেজাল্ট তৈরি করতে পারবো না,
যেহেতু তারা প্রস্তাবের অনুমতি প্রদান করেনি আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে তারা এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে জানাবেন
কিভাবে মূল্যায়ন করতে চান শিক্ষারীদের। ১৪ লাখ শিক্ষার্থী বর্তমানে অপেক্ষা করছি তাদের ফলাফলের জন্য,
আর শিক্ষা মন্ত্রণালয় সেই ফলাফলের নিয়ম কানুন ঠিক করবেন। মূলত কোন নিয়ম সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হবে তা নিয়ে রয়েছে বাধা।
এখন পর্যন্ত যে সকল প্রস্তাব এসেছে সেখানে জেএসসি থেকে ২৫ শতাংশ এবং এসএসসি থেকে ৭৫ শতাংশ নিয়ে
পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা বলা হয়েছে, তবে তা এখন পর্যন্ত অনুমোদন দেয় নি শিক্ষা মন্ত্রণালয় থেকে।
আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে এই প্রস্তাব অথবা বিকল্প কোন প্রস্তাবের মূল্যায়ন করবে শিক্ষা মন্ত্রণালয় এবং জানাবে
শিক্ষা বোর্ডগুলোকে। শিক্ষা বোর্ড সেই অনুযায়ী তাদের পরীক্ষার ফলাফল প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা দিবে।
রেজাল্ট প্রকাশ নিয়ে আপডেট তথ্য –
ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান যদি আগামী সপ্তাহে এইচএসসি রেজাল্ট ২০২৪ কোন নিয়মে হবে
সেই ব্যাপারে অনুমতি প্রদান করে শিক্ষা মন্ত্রণালয়, তাহলে অক্টোবর মাসের মাঝ সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে।
সকল পরিকল্পনা সেভাবেই তারা রেখেছে, চিন্তা ভাবনা ছিল অক্টোবর মাসের প্রথম সপ্তাহে তারা পরীক্ষার ফলাফল প্রকাশ করবে।
কিন্তু তিনটি বোর্ড বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এবং সরকার পরিবর্তনের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যেও বেশ কিছু পরিবর্তন হয়েছে,
যার কারণে রেজাল্ট প্রকাশ করতে দেরি হচ্ছে। এক্ষেত্রে আশা করা যাচ্ছে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ফলাফল প্রকাশ হবে।
কোন ভাবে অক্টোবর মাসে শেষের দিকে যাবে না, তবে যদি শিক্ষা মন্ত্রণালয় অনুমতিদেরই প্রদান করে তাহলে আরো দেরি হতে পারে পরীক্ষার ফলাফল প্রকাশে।
Leave a Reply