Shovon Study

Education News Website

৫০০০০ টাকা অনুদান পাবে সকল শিক্ষার্থী

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তার ট্রাস্ট কর্তৃপক্ষ প্রতিবছরই শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করে থাকে। চলতি বছরে তার ব্যতিক্রম হচ্ছে না।

এবছরে অনুদান শিক্ষার্থী জন্য প্রদান করা হচ্ছে। যেখানে শিক্ষার্থীদের আবেদন করার পরিপ্রেক্ষিতে ১০ হাজার টাকা থাকে ৫০ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে।

এইচএসসি পরীক্ষা ২০২৪ কবে হবে ? যা বলল শিক্ষাবোর্ড

মূলত যে সকল শিক্ষার্থীর দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে তাদের চিকিৎসা খরচ বহন করতে পারছে না, তারা এখানে আবেদন করে টাকা প্রদান করা হয়।

প্রতি মাসে বর্তমানে আবেদন চলছে, যেখানে শিক্ষার্থীরা খুব সহজে এখানে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়।

কিভাবে শিক্ষার্থীকে অনলাইনে খুব সহজে আবেদন করবে তা যাবতীয় বিস্তারিত তথ্য আমরা নীতি তুলে ধরছি।

অনুদান আবেদন করার নিয়ম

অনুদানের আবেদন করতে হলে শিক্ষারদের অনলাইনে সব কাজ করতে হবে। অনেক শিক্ষার্থী আবেদন করলেও সঠিক নিয়মে আবেদন করতে না

পারার কারণে এখানে টাকা পায় না, তাই শিক্ষার্থীদের সঠিক নিয়ম জানতে হবে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে

একটি নির্ধারিত অপশন এ শিক্ষার্থীদের যেতে হবে। সেখানে আবেদন করার একটি বাটন খুঁজে পাওয়া যাবে,

যেখানে ক্লিক করে শিক্ষার্থীরা প্রথমে নিবন্ধন করে নিবে। এরপরে মূলত তাদের আবেদন কার্যক্রম শুরু করা হবে।

প্রথম ধাপে শিক্ষার্থীকে প্রথম এটা নিজের ছবি জন্ম নিবন্ধন সনদের ছবি স্বাক্ষরের ছবি এবং অভিভাবক যেকোনো একজনের

জাতীয় পরিচয় পত্রের ছবি আপলোড করে দিতে হবে। এরপরে শিক্ষার্থীদেরকে বলা হবে তার যাবতীয় সকল তথ্য পূরণ করার,

যেমন শিক্ষার্থীর নিজের নাম পরিচয় অভিভাবকের সকল তথ্য পারিবারিক সফল তথ্য শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য সকল ঠিকানা মোবাইল

নাম্বার অভিভাবকের জাতীয় পরিচয় পত্র নাম্বার। এরপরে শিক্ষার্থীর কাছে ব্যাংক একাউন্টের তথ্য যাওয়া হবে,

শিক্ষার্থী চাইলে মোবাইল ব্যাংক একাউন্টের তথ্য দিতে পারবে অথবা ব্যাংক একাউন্টের তথ্য দিতে পারবে।

সর্বশেষ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করে তা আপলোড করে দিতে হবে এবং সবার শেষে দুর্ঘটনায় আহত হয়েছে

এই মর্মে নির্ধারিত একটি ফরম স্বাক্ষর করে নিয়ে আসতে হবে, সিভিল সার্জন অথবা সরকারি হাসপাতালে ডাক্তারের নিকট থেকে

এবং তা সেখানে আপলোড করে দিতে হবে। সর্বশেষ পর্যায়ে শিক্ষার্থীর কাছে তার চিকিৎসা খরচে বিভিন্ন ডকুমেন্ট দেওয়া হবে।

যেমন টেস্ট এর ডকুমেন্ট খরচে বিভিন্ন ডকুমেন্ট সেগুলো আপলোড করে দিতে হবে। এভাবেই শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবে।

আবেদন করার ওয়েবসাইট লিংক

18 comments
মো: রাইহান

আমি মো:রাইহান কবির একজন ইসটু দেন টাকার জনে ভালো জাইগায় পরতে পারছিনা পিলিস আমায় কিছু টাকা দান বিকাশ 01760365194

Md Raihan

আমি একজন শিখাতি বাবা খোবি গরিব টাকার জনে পাড়া শোনা করতে পারছিনা কিছু টাকা দান বিকাশ 01760365194

হাবিবা খাতুন

আমার মা আমাকে পড়াশোনা করায় বাট মা অসুস্থ থাকায় আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে পারলে সাহায্য করবেন আমি গ্রামের একটা ছোটো কলেজে পড়ছি এবার ডিগ্রি কলেজ এর প্রথম সেমিস্টারের পরিক্ষাও দিতে পারি নাই 🥺🥺🥺🥺🥺🥺🥺 জানি কোনো লাভ নাই তবুও বললাম

md Shuvo

আমাকে কিছু টাকা দান করুন বিকাশে

md Shuvo

আমি কালিহাতি স্কুলে পরি এসে এসব সি দিব

md Shuvo

আমি টাকা পাইনাই আমি টাকা পাইনাই আমি টাকা নিতে চাই স্কুলে পরি আমি

Dipto mollik

আমি একজন শিক্ষার্থী টাকার জন্য ভালো জায়গায় পরতে পারছি না। সরকারের পক্ষ থেকে সাহায্যের আবেদন করছি।
বিকাস নাম্বার:01708944948

Md momin

কিছু টাকা পেলে কোচিং পড়তে পারতাম 😔

মোঃ নাহিম

আমি চট্টগ্রাম বিভাগ কক্সবাজার জেলা কুতুবদিয়া উপজেলা ছেলে আমি চট্টগ্রামে লেখাপড়া করি সে খানে বহদ্দারহাট ফ্লাইওভার নিচে মাইর খাইছি

ফাহিম

ভাই আমি অনেক কষ্টে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমার নাম মোঃ ইয়াসিন আমি আন্দোলনে গিয়ে অনেক মার দুধ খাই আমার বাবা-মা কেউ নেই আমি আমার আন্টির কাছে থাইকা পড়াশোনা করি আপনারা যদি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করেন তাহলে আমার অনেক উপকার হয় নগদ নাম্বার আমি আপনাদেরকে দিয়ে রাখবো

মোঃ জুনাইদ

আমি একজন শিখাতি বাবা খোবি গরিব টাকার জনে পাড়া শোনা করতে পারছিনা কিছু টাকা দান বিকাশ 01796086184 নগদ নাম্বার

মোঃ জুনাইদ

আমি একজন শিখাতি বাবা খোবি গরিব টাকার জনে পাড়া শোনা করতে পারছিনা কিছু টাকা দান নগদ নাম্বার 01796086184

Mosharof

আমি একজন স্টুডেন্ট আমার বাবা অনেক গরীব যার কারণে আমি লেখাপড়াটা করতে পারতেছি না যদি কিছু টাকা দেন এটা আমার বিকাশ নাম্বার 01832273969

Abdullah

পরীক্ষা দিতে পারি নাই জানিনা কি হবে এই স্বাধীন বাংলাদেশে😔😔

আকাশ

আমার মা আমাকে পড়াশোনা করায় বাট মা অসুস্থ থাকায় আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে পারলে সাহায্য করবেন আমি গ্রামের একটা ছোটো কলেজে পড়ছি এবার ডিগ্রি কলেজ এর প্রথম সেমিস্টারের পরিক্ষাও দিতে পারি নাই 🥺🥺🥺🥺🥺🥺🥺 জানি কোনো লাভ নাই তবুও বললাম

আমি বিকাশ 01615519571

Md mehedi hasan

আসসালামু
আমি এখন ক্লাস দশমে পরি
আমি এক জন ছাত্র আমি কোটা অন্দলনের শম্মানি
নিতে চাই
বিকাস নাম্বার :- 01890336892
প্লিজ আমি যেন আমার সম্মানি পাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *